Satish Kaushik Dies: সতীশ কৌশিক নেই ভাবতেই পারছেন না কঙ্গনা, অনুপমরা, শোকের ছায়া বলিউডে

ভয়ঙ্কর একটি পেয়ে পেয়ে ঘুম থেকে উঠেছেন বলে শোক বার্তায় জানান কঙ্গনা রানাউত। অনুপম খেরও শোক প্রকাশ করেন বন্ধু বিয়োগে।

Satish Kaushik Dies (Photo Credit: FB And Instagram)

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ৮ মার্চ রাতে গুরুগ্রামে মৃত্যু হয় বলিউডের অভিনেতা, পরিচালক সতীশ কৌশিকের। ময়না তদন্তের পর মুম্বইতে সতীশ কৌশিকের শেষকৃত্য সম্পন্ন হবে বলে রিপোর্টে প্রকাশ। সতীশ কৌশিকের পুরনো সতীর্থ তথা অভিনেতা অনুপম খের নিজের সোশ্যাল হ্যান্ডেলে বন্ধু বিয়োগের কথা জানান। সতীশ কৌশিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন কঙ্গনা রানাউত, রীতেশ দেশমুখ-সহ বলিউডের একাধিক অভিনেতা।

আরও পড়ুন: Satish Kaushik Dies: ৬৭ তে প্রয়াত বলিউড অভিনেতা সতীশ কৌশিক

ভয়ঙ্কর একটি পেয়ে পেয়ে ঘুম থেকে উঠেছেন বলে শোক বার্তায় জানান কঙ্গনা রানাউত।

 

তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়া নিয়ে কখনও লিখতে হবে, তা ভাবতেও পারেননি বলে জানান অনুপম খের।

 

সতীশ কৌশিক চলে গেলেন, তিনি তা ভাবতেই পারছেন না বলে জানান অভিনেতা রীতেশ দেশমুখ।

 



@endif