Satish Kaushik Dies: ময়নাতদন্তের পর দিল্লি থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হবে সতীশ কৌশিকের মরদেহ

আপাতত দিল্লির দীন দয়াল হাসপাতালের মর্গেই রয়েছে অভিনেতার মরদেহ। বৃহস্পতিবার সকাল ১১টায় সতীশ কৌশিকের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে খবর।

Satish Kaushik Dies (Photo Credit: ANI)

দিল্লি, ৯ মার্চ: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik )। সতীশ কৌশিকের মৃত্যুতে সিনেমা জগৎ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ৮ মার্চ গুরুগ্রামে সতীশ কৌশিকের মৃত্যুর পর বৃহস্পতবার ময়নাতদন্ত হবে। দিল্লির দীন দয়াল হাসপাতালে সম্পন্ন হবে সতীশ কৌশিকের মরদেহের ময়নাতদন্ত। রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার ভোর সাডে় পাঁচটায় সতীশ কৌশিকের মরদেহ দিল্লির দীন দয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত দিল্লির দীন দয়াল হাসপাতালের মর্গেই রয়েছে অভিনেতার মরদেহ। বৃহস্পতিবার সকাল ১১টায় সতীশ কৌশিকের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে খবর। ময়নাতদন্তের পর সতীশ কৌশিকের মরদেহ দিল্লি থেকে মুম্বইতে নিয়ে যাওয়া হবে বলে খবর। মুম্বইতেই সতীশ কৌশিককে শেষ বিদায় জানানো হবে বলে রিপোর্টে প্রকাশ।

আরও পড়ুন: Satish Kaushik Dies: সতীশ কৌশিক নেই ভাবতেই পারছেন না কঙ্গনা, অনুপমরা, শোকের ছায়া বলিউডে

সতীশ কৌশিকের পুরনো সতীর্থ তথা অভিনেতা অনুপম খের নিজের সোশ্যাল হ্যান্ডেলে বন্ধু বিয়োগের কথা জানান। সতীশ কৌশিকের মৃত্যুতে শোক প্রকাশ করেন কঙ্গনা রানাউত, রীতেশ দেশমুখ-সহ বলিউডের একাধিক অভিনেতা।



@endif