Sara Tendulkar: বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা, জোর জল্পনা

সম্প্রতি বলিউডে পা রাখেন সুহানা খান, খুশি কাপুর এবং অগস্ত্য নন্দা। শাহরুখ-কন্যা, বনি কাপুরের ছোট মেয়ে এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যর বলিউডে পা রাখা নিয়ে জোর চর্চা শুরু হয়।

Sara Tendulkar, Sachin Tendulkar (Photo Credit: Instagram)

মুম্বই, ২৫ এপ্রিল:  এবার বলিউডে পা রাখছেন সচিন-কন্যা সারা (Sara Tendulkar)। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে এল। যেখানে জানা যাচ্ছে, এবার গ্ল্যামার জগতে পা রাখছেন সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মেয়ে সারা তেন্ডুলকর। বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী ওই খবর প্রকাশ্যে আসে। তবে সচিন বা সারার তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

 

 

View this post on Instagram

 

সম্প্রতি বলিউডে পা রাখেন সুহানা খান (Suhana Khan), খুশি কাপুর এবং অগস্ত্য নন্দা। শাহরুখ-কন্যা, বনি কাপুরের ছোট মেয়ে এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যর বলিউডে পা রাখা নিয়ে জোর চর্চা শুরু হয়। জানা যায়, পরিচালক জোয়া আখতারের ছবি দিয়েই বি টাউনে পা রাখছেন এই তিন তারকা সন্তান। সুহানা, অগস্ত্য, খুশির পর এবং সচিন-কন্যা সারার পালা বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন:  Karnataka: সম্প্রীতির নয়া সুর, কর্ণাটকে হিন্দু প্রৌঢ়ার শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম প্রতিবেশীরা

প্রসঙ্গত লন্ডন থেকে স্নাতক হয়েছেন সারা তেন্ডুলকর। স্নাতক শেষ করার পর সারা যে দিকেই যানা না কেন, বাবা-মা তাঁকে সমর্থন করবেন বলেও মনমে করছেন সচিনের অসংখ্য গুনমুগ্ধ।



@endif