Sara Ali Khan: মন্দিরে কেন? কেদারনাথে গিয়ে কড়া সমালোচনার মুখে সারা আলি খান
অন্য ধর্মের হয়ে সারা কেন মন্দিরে গেলেন, তা নিয়ে প্রশ্ন শুরু করেন অনেকে। কেউ কেউ সারার কীর্তি দেখে 'লজ্জিত' বলেও কটাক্ষ করেন। যদিও একের পর এক কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা মন্তব্য করতে দেখা যায়নি সইফ কন্যাকে।
মুম্বই, ৩ নভেম্বর: জাহ্নবী কাপুরের সঙ্গে কেদারনাথ (Kedarnath) মন্দিরে গিয়েছিলেন সারা আলি খান (Sara Ali Khan)। কেদারনাথ মন্দিরে গিয়ে সেখানে একের পর এক ছবি তুলতে দেখা যায় বলিউড অভিনেত্রীকে। সারা, জাহ্নবীর (Jhanvi Kapoor) ওই ছবি দেখে একের পর এক সমালোচনার মুখে পড়তে হয় সইফ-কন্যাকে।
View this post on Instagram
অন্য ধর্মের হয়ে সারা কেন মন্দিরে গেলেন, তা নিয়ে প্রশ্ন শুরু করেন অনেকে। কেউ কেউ সারার কীর্তি দেখে 'লজ্জিত' বলেও কটাক্ষ করেন। যদিও একের পর এক কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পালটা মন্তব্য করতে দেখা যায়নি সইফ কন্যাকে।
আরও পড়ুন: Covaxin: সুখবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল ভারতের কোভ্যাক্সিন
প্রসঙ্গত কেদারনাথ ছবি গদিয়েই বলিউডে (Bollywood) পা রাখেন সারা আলি খান। ওই ছবিতে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। শোনা যায়, ওই ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়ান সারা। যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।