Salman Khan: হাসপাতালে পৌঁছলেন বলিউডের ভাইজান সলমন খান; কিন্তু কেন?
আজ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দেখা যায় বলিউড অভিনেতা সলমন খানকে। কিন্তু কেন? চিন্তার কারণ উড়িয়ে তিনি জানান, করোনা ভ্যাকসিন নিতে সেখানে পৌঁছন ভাইজান। এর মধ্যে বহু অভিনেতাকেই করোনা ভ্যাকসিন নিতে দেখা গেছে মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে। এর আগে সঞ্জয় দত্তকেও দেখা যায় হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে।
আজ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দেখা যায় বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan)। কিন্তু কেন? চিন্তার কারণ উড়িয়ে তিনি জানান, করোনা ভ্যাকসিন নিতে সেখানে পৌঁছন ভাইজান। এর মধ্যে বহু অভিনেতাকেই করোনা ভ্যাকসিন নিতে দেখা গেছে মুম্বইয়ের বিভিন্ন হাসপাতালে। এর আগে সঞ্জয় দত্তকেও দেখা যায় হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে।
করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তা জানিয়ে দেন তিনি। দেশে হু হু করে বাড়ছে করোনা গ্রাফ। এই সময়ে সল্লুভাইকে ভ্যাকসিন নিতে দেখে তাঁর দেখাদেখি ভ্যাকসিন নিতে এগিয়ে আসবেন সলমন অনুরাগীরাও। এখনও করোনা ভ্যাকসিন নিয়ে অনেকেই ভ্রম, ভ্রান্ত ধারণায় রয়েছেন। তাঁদের উৎসাহ দিতে সেলেব আইকনরা একটা বড় ভূমিকা পালন করে। আরও পড়ুন, করোনায় আক্রান্ত আমির খান, নিভৃতবাসে গেলেন অভিনেতা
এদিকে আজই করোনা আক্রান্তের খবর জানান আমির খানের (Aamir Khan) নিজস্ব মুখপাত্র। আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। এর আগে বলিউডে করোনা আক্রান্ত হয়েছেন, রণবীর কাপুর, সঞ্জয় লীলা বনশালি, কার্তিক আরিয়ান, গওহর খান এবং সতীশ কৌশিক। করোনা আক্রান্ত হওয়ার পর আমির খানের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়ে দেন।