Salman Khan Niece Alizeh Agnihotri Bollywood Debut: জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের হাত ধরে সলমন ভাগ্নির বলিউড ডেবিউ
মুম্বই, ২৩ নভেম্বরঃ স্টার কিডদের বলিউড ডেবিউ কোন নতুন বিষয় নয়। বাবা-মায়ের পথ অনুসরণ করে ইন্ডাস্ট্রিতে নিজের নাম লিখিয়েছেন বহু তারকা সন্তানই। এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন সলমন খানের (Salman Khan) ভাগ্নি আলিজে অগ্নিহোত্রী (Alizeh Agnihotri)। জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৌমেন্দ্র পাধির (Soumendra Padhi) পরিচালনায় চলচ্চিত্রে হাতেখড়ি হতে চলেছে সলমন ভাগ্নি আলিজের (Salman Khan Niece Alizeh Agnihotri Bollywood Debut)। ২০২২ সালেই শুরু হয়েছে ছবির শুটিং। একেবারে শেষের মুখে শুটিং পর্ব। আগামী বছরে মুক্তি পেতে চলেছে ছবি। তবে ছবির নাম নিয়ে এখনও কিছু সংশয় রয়েছে নির্মাতাদের।
২০১৬ সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘ভুদিয়া সিং’ (Budhia Singh: Born To Run) ছবিটি পরিচালনা করে জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন পরিচালক সৌমেন্দ্র পাধি। এছাড়া ওয়েব সিরিজও তৈরি করেছেন তিনি। নেটফ্লিক্সের (Netflix) জনপ্রিয় সিরিজ ‘জামতারা ১’ (Jamtara 1), ‘জামতারা ২’ (Jamtara 2) পরিচালনা করেন। নতুন বছরে আপনার বাড়িতে আনুন এই গাছগুলো, সুখ-সমৃদ্ধি ভরে উঠবে বাড়ি
সারা আলি খান (Sara Ali Khan), জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), অনন্যা পান্ডে (Ananya Panday) প্রমুখ তারকা সন্তানের পর এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন আলিজে। সলমন বোন অলভিরা অগ্নিহোত্রী এবং প্রযোজক অতুল অগ্নিহোত্রীর মেয়ে আলিজে অগ্নিহোত্রী (Alizeh Agnihotri)। নিজের প্রথম বলিউড ডেবিউ নিয়ে মাঠে নামতে একেবারে প্রস্তুত সে। তবে প্রথম বলে ছক্কা হাঁকাবেন নাকি আউট হয়ে মাঠের বাইরে যাবেন সেই সিদ্ধান্ত নেবে দর্শক।
অন্যদিকে সলমন খানের (Salman Khan) আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ (Kisi Ka Bhai Kisi Ka Jaan) মুক্তি পেতে চলেছে আগামী বছর ঈদে। এছাড়াও সলমনের ঝুলিতে রয়েছে ‘টাইগার ট্রি’ (Tiger 3)। বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সাজদ নাদিয়াওয়ালার পরিচালনায় ‘কিক টু’র (Kick 2) কাজও শুরু হতে চলেছে ভাইজান।