Salman Khan House Firing: সলমনের বাড়িতে গুলি চালাতে শ্যুটারদের উসকানি দেয় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল, জামিন নাকচ আদালতের

গত ১৪ এপ্রিল সলমন খানের মুম্বইয়ের ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় ভিকি গুপ্তা এবং সাগর পাল। ঘনার পরপরই পুলিশ জোর কদমে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

Salman Khan, Lawrence Bishnoi (Photo Credit: File Photo)

মুম্বই, ২২ অক্টোবর: সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চালানোর ঘটনায় জড়িত আনমোল বিষ্ণোইকে জামিন দিল না আদালত। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই আনমোলকে (Anmol Bishnoi) আদালতে তোলা হলে, তাকে জামিন দিতে অস্বীকার করা হয় আদালতের তরফে। বলিউড (Bollywood) তারকার বাড়িতে যে শ্যুটাররা গুলি চালায়, আনমোল বিষ্ণোই তাদের সেই কাজ করতে প্ররোচিত করে। ফলে আনমোল বিষ্ণোইয়ের প্ররোচনাতেই সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানা যায়। ফলে আদালতের তরফে কোনওভাবেই আনমোলকে জামিন দেওয়া হয়নি। লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের পাশাপাশি শ্যুটার ভিকি গুপ্তার জামিন না-মঞ্জুর করে আদালত। গত ১৮ অক্টোবর ভিকি গুপ্তাকে আদালতে তোলা হলে, তাকেও জামিন দেওয়া হয়নি।

আরও পড়ুন: Salman Khan: প্রাণ সংশয়ে ভুগছেন সলমন, 'পাশে আছি', লাইভ কনসার্টে ভাইজানকে বার্তা মিকার

গত ১৪ এপ্রিল সলমন খানের মুম্বইয়ের ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় ভিকি গুপ্তা এবং সাগর পাল। ঘনার পরপরই পুলিশ জোর কদমে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

কৃষ্ণসার হরিণ মামলায় সলমন খানকে জামিন দেওয়া হলেও, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বলিউড তারকার পিছন ছাড়েনি। সলমন খানকে ক্ষমা চাইতে হবে বলে একাধিকবার দাবি করা হয় বিষ্ণোই গ্যাংয়ের তরফে।