Snake Bites Salman Khan: সাপে কামড়াল অভিনেতা সলমন খানকে, রাত কাটল হাসপাতালে

বলিউড অভিনেতা সলমন খানকে সাপে কামড়েছে। গতরাত পানভেলের ফার্মহাউসে তাঁকে সাপে কামড়েছে বলে জানা গিয়েছে। সাপের কামড়ের পর সলমন খানকে নভি মুম্বইয়ের কামোথে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Salman Khan. (Photo Credits: Yogen Shah)

পানভেল, ২৬ ডিসেম্বর: বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan)  সাপে কামড়েছে (Snake Bites)। গতরাত পানভেলের ফার্মহাউসে তাঁকে সাপে কামড়েছে বলে জানা গিয়েছে। সাপের কামড়ের পর সলমন খানকে নভি মুম্বইয়ের কামোথে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে,  আজ সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। সাপটি বিষধর নয়, তাই দাবাং খান সুস্থই আছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বড়দিনের রাতে বন্ধুদের সঙ্গে পানভেলের খামার বাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। রাত ৩টে নাগাদ তাঁর হাতে ছোবল মারে একটি সাপ। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেওয়া হয়েছিল। কয়েক ঘন্টা পর্যবেক্ষণের পরে আজ সকাল ৯টা নাগাদ অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়।

আগামীকাল সলমন খানের জন্মদিন। জন্মদিন পালনের জন্য তিনি আগেভাগেই পানভেলের খামার বাড়িতে গিয়েছেন।