Irrfan Khan's Passes Away: বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকার, ইরফান খানের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ ক্রীড়াজগতের
ইরফানের (Irrfan Khan) মৃত্যুতে শোকের ছায়া খেলদুনিয়ায়।টুইটারে শোকপ্রকাশ করলেন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) থেকে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। কোহলি টুইটে লেখেন, 'খবরটি খুবই দু:খের। ইরফান এক অসাধারণ প্রতিভা। ওনার আত্মার শান্তি কামনা করি।'
নয়াদিল্লি, ২৯ এপ্রিল: ইরফানের (Irrfan Khan) মৃত্যুতে শোকের ছায়া খেলদুনিয়ায়।টুইটারে শোকপ্রকাশ করলেন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) থেকে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar)। কোহলি টুইটে লেখেন, 'খবরটি খুবই দু:খের। ইরফান এক অসাধারণ প্রতিভা। ওনার আত্মার শান্তি কামনা করি।'
সচিন তেন্ডুলকারও টুইটে শোকপ্রকাশ করেন। সচিন বলেন, 'তাঁর শরীরেই ছিল অভিনয় স্বত্ত্বা। তাঁর মৃত্যুটা খুবই দু:খের। আমার খুব পছন্দের অভিনেতা ছিলেন ইরফান। সবকটা সিনেমাই প্রায় দেখেছি। আংরেজি মিডিয়াম ছিল শেষ ছবি। ইরফান খানের পরিবারের প্রতি সমবেদনা রইল।'
টুইটে দু:খপ্রকাশ করলেন ভারতীয় ফুটবল দলের সদস্য সুনীল ছেত্রী। টুইটে তিনি বলেন, 'আপনি দুর্দান্ত ছিলেন। সিনেমা জগতে আপনার ভূমিকা জীবন্ত হয়ে থাকবে। আপনার অভিনয় দক্ষতা এভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য আপনাকে ধন্যবাদ।'
২৯ এপ্রিল, বুধবার মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। কোলন ইনফেকশন নিয়ে মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের ( Kokilaben Dhirubhai Ambani Hospital) আইসিইউ-তে ভর্তি হন অভিনেতা। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন বলিউডের অন্য অভিনেতারা। শোকপ্রকশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।