Richa Chadha & Ali Fazal: এবছরই চার হাত এক হতে পারে রিচা চড্ডা ও আলি ফজলের

আলি ফজলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল রিচা চড্ডার। কিন্তু তা আর হয়ে ওঠেনি। না, সম্পর্কে ছেদও নয়, বিচ্ছেদও নয়। পথের কাঁটা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারণে স্থগিত রাখতে হয় বিবাহ অনুষ্ঠান। তবে, আর বেশিদিনের অপেক্ষা নয়। এবছরই বিয়ে করতে চান রিচা-আলি। আজ লেটেস্টলির সঙ্গে একটি সাক্ষাৎকারে একথা জানান রিচা।

রিচা চড্ডা ও আলি ফজল (Photo Credits: Brides Today)

আলি ফজলের (Ali Fazal) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল রিচা চড্ডার (Richa Chadha)। কিন্তু তা আর হয়ে ওঠেনি। না, সম্পর্কে ছেদও নয়, বিচ্ছেদও নয়। পথের কাঁটা হয়ে দাঁড়ায় করোনা ভাইরাস। করোনা ভাইরাসের কারণে স্থগিত রাখতে হয় বিবাহ অনুষ্ঠান। তবে, আর বেশিদিনের অপেক্ষা নয়। এবছরই বিয়ে করতে চান রিচা-আলি। আজ লেটেস্টলির সঙ্গে একটি সাক্ষাৎকারে একথা জানান রিচা।

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরই বিয়ে করতে চান রিচা। বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনদের নিয়ে ঘটা করে বিয়ে করতে চান তাঁরা। তাই করোনার নিয়মে বাঁধা হাতে গোনা ১০০ জনকে নিমন্ত্রণ করে কাউকে দুঃখ দিতে চান না। তাই ভ্যাকসিন নেওয়ার পর সাড়ম্বরে সকলকে নিয়ে অনুষ্ঠান করতে ইচ্ছুক তিনি। আরও পড়ুন, এবার ইন্দিরা গান্ধীর চরিত্রে বলিউড কুইন, ছবির নাম নিয়ে কী বললেন কঙ্গনা?

আগামী ৪ ফেব্রুয়ারি ২০২১-এ জি ফাইভে আসতে চলেছে কুণাল কোহলি পরিচালিত তাঁর অভিনীত ছবি লাহোর কনফিডেন্সিয়াল। একে আগে শাকিলা এবং ম্যাডাম চিফ মিনিস্টার ছবি মুক্তি পায়। দু'টি ছবিই সাফল্যের উষ্ণ ছোঁয়া পেয়ে বেরিয়ে যায়। ব্যাপক সাফল্য সেখানে আসেনি। তাঁর আগামী ছবিটি কতটা সফলতা পায় এখন তাই দেখার অপেক্ষা। অন্যদিকে, হলিউডে পা দিতে চলেছেন আলি। কেনেথ ব্রানাঘের রিমেক ডাই অন দা নাইলে অভিনয় করতে চলেছেন তিনি।