Rhea Chakraborty Trolled: ফের জোরদার ট্রোলের মুখে রিয়া চক্রবর্তী, অশ্লীল কটাক্ষ অভিনেত্রীকে

শোনা যায়, রিয়া চক্রবর্তী থাকলে প্রিন্স নরুলা এবং গৌতম গুলাটি শোয়ে থাকবেন না বলেও মন্তব্য করেন। যা নিয়ে জোর চর্চা শুরু হলেও শেষ পর্যন্ত অনেকটাই মেটার পথে। ফলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়ার সঙ্গে ছবি শেয়ার করেন প্রিন্স নরুলা।

Rhea Chakraborty With Prince Narula, Sonu Sood (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ জুন: ফের জোরদার কটাক্ষের মুখে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty )। এমটিভি রোডিস সিজন ১৯-এ রিয়া চক্রবর্তী মেন্টর হিসেবে দেখা যাবে, এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে অভিনেত্রীকে কড়া কটাক্ষের মুখে পড়তে হয়। যা নিয়ে এমটিভি রোডিসের মেন্টরদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। শোনা যায়, রিয়া চক্রবর্তী থাকলে প্রিন্স নরুলা এবং গৌতম গুলাটি শোয়ে থাকবেন না বলেও মন্তব্য করেন। যা নিয়ে জোর চর্চা শুরু হলেও শেষ পর্যন্ত অনেকটাই মেটার পথে। ফলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়ার সঙ্গে ছবি শেয়ার করেন প্রিন্স নরুলা। যেখানে সোনু সুদ এবং গৌতম গুলাটিকেও দেখা যায়।

 

 

View this post on Instagram

 

প্রিন্স নরুলার ছবিতে রিয়া চক্রবর্তীকে দেখতেই তা নিয়ে ফের কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশ। রিয়া এখানে কী করছেন বলে প্রশ্ন করেন অনেকে। এমনকী রিয়া চক্রবর্তীকে নেওয়ায় রোডিস বয়কট করবেন বলেও মন্তব্য করেন কেউ কেউ। যা নিয়ে ফের জোরদার সমালোচনা শুরু হয়ে যায়।