Rhea Chakraborty Video: 'প্রেমিক' বান্টির বাড়ি থেকে বেরোচ্ছেন রিয়া চক্রবর্তী, ভিডিয়ো দেখে আক্রমণ অভিনেত্রীকে

রিয়া চক্রবর্তী এবং বান্টি সচদেহর সম্পর্কের গুঞ্জনের পর একাধিক কটাক্ষ সামনে আসতে শুরু করে অভিনেত্রীকে নিয়ে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে যেমন একের পর এক আক্রমণের মুখে পড়তে হয় এবারও অভিনেত্রীকে ছাড় দেননি নেটিজেনদের একাংশ।

Rhea Chakraborty (Photo Credit: Instagram)

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: বিশেষ বন্ধু বান্টি সচদেহ-র বাড়ি থেকে বের হতে দেখা গেল রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty)। ক্যামেরার লেন্সে ধরা পড়েন রিয়া। তবে অভিনেত্রী পাপারাৎজির সামনে আসেননি। রিয়া চক্রবর্তী এবং বান্টি সচদেহ-র (Bunty Sajdeh) ছবি এর আগেও একাধিকবার ধরা পড়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি রিয়া চক্রবর্তী কিংবা বান্টি সচদেহকে। রিয়া চক্রবর্তী এবং বান্টি সচদেহর সম্পর্কের গুঞ্জনের পর একাধিক কটাক্ষ সামনে আসতে শুরু করে অভিনেত্রীকে নিয়ে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে যেমন একের পর এক আক্রমণের মুখে পড়তে হয় এবারও অভিনেত্রীকে ছাড় দেননি নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন: Alia Bhatt Dance Video: মাত্র ৪ মাস আগে মা হয়ে মঞ্চে আগুন ধরালেন আলিয়া, দেখুন

 

View this post on Instagram

 

প্রসঙ্গত সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সচদেহ-র ভাই বান্টি সচদেহ-র সঙ্গে রিয়া চক্রবর্তীর সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বি টাউনে জোর গুঞ্জন শুরু হয়।