Ranveer Singh: নগ্ন ফটোশ্যুট বিতর্ক, থানায় বয়ান রেকর্ডের সময় অত্যন্ত শান্ত ছিলেন রণবীর সিং
নগ্ন ফটোশ্যুটের পর বিতর্ক শুরু হলে, রণবীর সিং এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে যাতে কোনও ধরনের মন্তব্য করা হয়, সে বিষয়ে লিগাল টিমকে কড়া নির্দেশ দেওয়া হয় অভিনেতার তরফে।
মুম্বই, ৩০ অগাস্ট: নগ্ন ফটোশ্যুটকাণ্ডের জেরে সোমবার থানায় হাজির হন বলিউড (Bollywood) অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। মুম্বইয়ের চেম্বুর থানায় হাজর হন রণবীর। চেম্বুর থানাতেই বয়ান রেকর্ড করা হয় রণবীরের। সূত্রের খবর, থানায় হাজির হয়ে অত্যন্ত শান্ত ছিলেন রণবীর। শুধু তাই নয়, নগ্ন ফটোশ্যুট করলে, তার ফল কী হতে পারে , সে বিষয়ে কোনও সম্যক ধারনা রণবীরের সিংয়ের ছিল না। পুলিশ কর্তাদের এমনই জানান রণবীর। সূত্র মারফৎ মিলছে এই খবর।
নগ্ন ফটোশ্যুটের পর বিতর্ক শুরু হলে, রণবীর সিং এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। রণবীরের নগ্ন ফটোশ্যুট নিয়ে যাতে কোনও ধরনের মন্তব্য করা হয়, সে বিষয়ে লিগাল টিমকে কড়া নির্দেশ দেওয়া হয় অভিনেতার তরফে।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় রণবীর সিং কোনও কথা বলেননি। অত্যন্ত শান্ত অবস্থায় ছিলেন তিনি। এরপরই তিনি দাবি করেন, নগ্ন ফটোশ্যুটের পর তিনি ওই ছবি শেয়ার বা আপলোড কোনওটাই করেননি।