Ranveer-Deepika Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে দীপিকাকে বড় চমক দিলেন রণবীর, জুটির প্রেমে আপ্লূত নেটবাসি

Ranveer Singh, Deepika Padukone (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ নভেম্বরঃ বিবাহবার্ষিকীতেও (Ranveer-Deepika Wedding Anniversary) নিস্তার নেই কাজ থেকে। তাই স্ত্রী দীপিকাকে (Deepika Padukone) এই বিশেষ দিনে চমক দিতে একেবারে তাঁর অফিসেই পৌঁছে গেলেন স্বামী রণবীর সিং (Ranveer Singh)। বলিউড কপলদের মধ্যে দীপিকা এবং রণবীর অন্যতম জুটি যাদের সকল সময়ে একে অপরের প্রেমে ডুবে থাকতে দেখা যায়। আর রণবীর-দীপিকার এই প্রেমের রসায়ন বেজায় উপভোগ করেন তাঁদের ভক্তগন।

তারকা হলে কী হবে জীবনের এই বিশেষ দিনগুলিতে ছুটি উপভোগ করার জো নেই তাঁদেরও। তাই বিবাহবার্ষিকীতেও দীপিকাকে ছুটতে হয়েছে অফিসের কাজে। তবে চতুর্থ বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সারপ্রাইজ দিতে তাঁর অফিসেই পৌঁছে গেলেন রণবীর। দীপিকার (Deepika Padukone) পছন্দের ফুলের তোরা এবং চকোলেট নিয়ে তাঁকে সারপ্রাইজ দিতে গিয়েছেন রণবীর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেই ছবিও শেয়ার করেন পর্দার ‘বাজিরাও’।

বিবাহবার্ষিকীতে সেই ছবি শেয়ার করে রণবীর (Ranveer Singh) লেখেন, “বিবাহবার্ষিকীতেও যখন তাঁর কাজ থাকে তখন তাঁর অফিসেই পৌঁছে যেতে হয় সারপ্রাইজ দেওয়ার জন্যে”। চার বছরের বিবাহিত জীবন রণবীর এবং দীপিকার (Ranveer-Deepika)। বিয়ের আগে ছয় বছরের প্রেম। সব মিলিয়ে ১০ বছর একে অপরের সঙ্গে রয়েছেন এই জুটি। এক দশকে একটুও কমতি ঘটেনি দুজনের প্রেমে।

২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির (Italy) লেক কোমোতে (Lake Como) গিয়ে গাঁটছড়া বেঁধেছেন রণবীর এবং দীপিকা (Ranveer-Deepika)। শহরতলি থেকে দূরে গিয়ে লোকসমাগম এড়িয়ে কেবল পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই চার হাত এক হয়েছিল জুটির। দেখতে দেখতে চার বছর পার করে ফেলল তারা।