Randhir Kapoor: 'শর্মাজি নমকীন' দেখে খুঁজছেন ছোট ভাই ঋষিকে, 'ডিমনেশিয়ায়' আক্রান্ত রণধীর কাপুর

২০২০ সালের ৩০ এপ্রিল মৃত্যু হয় ঋষি কাপুরের। ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর। ঋষি কাপুরের মৃত্যুর ২ বছরের মাথায় এবার রণবীর কাপুরের ডিমনেশিয়ায় আক্রান্ত হওয়ার খবর মেলে।

Randhir Kapoor With Kareena, Karisma (Photo Credit: Instagram)

মুম্বই, ৩১ মার্চ:  ডিমনেশিয়ায় (সাময়িক স্মৃতিভ্রংশ) ভুগছেন রণধীর কাপুর (Randhir Kapoor)।  সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে এমনই জানান রণবীর কাপুর।  বলিউড অভিনেতা বলেন, সম্প্রতি  ঋষি কাপুরের শেষ সিনেমা 'শর্মাজি নমকীন' দেখেন রণবীর কাপুর (Ranbir Kapoor)।  সিনেমা শেষের পর ভাই ঋষিকে খুঁজতে শুরু করেন রণধীর। শর্মাজি নমকীন দেখার পর রণবীরকে ডেকে রণধীর বলেন, ঋষির সিনেমা খুব ভাল হয়েছে। শুধু তাই নয়, তাঁর বাবাকে ফোন করার কথা বলতে শুরু করেন রণধীর কাপুর।  এরপরই অভিনেতা বলেন, তাঁর জ্যেঠু ডিমনেশিয়ার (Dementia) প্রথম পর্যায়ে রয়েছেন।  ফলে মাঝেমধ্যেই তিনি সবকিছু ভুলতে শুরু করেন।

২০২০ সালের ৩০ এপ্রিল মৃত্যু হয় ঋষি কাপুরের। ক্যানসারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর।

আরও পড়ুন:  Shah Rukh Khan: 'পাঠান'-এর শ্যুট শেষ করে মুম্বইতে ফিরলেন শাহরুখ খান, দেখুন

শর্মাজি নমকীন-এর শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ঋষি কাপুর। ওই সময় শ্যুটিংয়ের মাঝ পথে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে উড়ে যান ঋষি কাপুর।  এররপর মুম্বইতে ফেরার পর আচমকাই মৃত্যু হয় বর্ষীয়ান এই অভিনেতার।