Ranbir Kapoor: ৬ মাস 'বিরতি' নিচ্ছেন রণবীর কাপুর?

সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে নতুন জীবন শুরু করেন রণবীর। বিয়ের কয়েক মাসের মধ্যে জানা যায়, বলিউডের এই পাওয়ার কাপল-এর জীবনে আসছে নতুন অতিথি। সেই থেকে শুরু।

মুম্বই, ২৫ অক্টোবর: কন্য়া রাহার জন্য বেশ কিছুদিনের বিরতি নিচ্ছেন রণবীর কাপুর। প্রকাশ্যে আসছে এমন খবর। জানা যাচ্ছে, অ্যানিমেল-এর পর আগামী ৬ মাস রণবীর কোনও কাজ করবেন না। শ্যুট থেকে বিরতি নেবেন ৬ মাস। কন্যা রাহার দেখভাল য়াতে পুরোদমে করতে পারেন, তার জন্যই ৬ মাস শ্যুটিং থেকে রণবীর বিরতি নেবেন বলে খবর। যদিও রণবীর কাপুরের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

সম্প্রতি আলিয়া ভাটের সঙ্গে নতুন জীবন শুরু করেন রণবীর। বিয়ের কয়েক মাসের মধ্যে জানা যায়, বলিউডের এই পাওয়ার কাপল-এর জীবনে আসছে নতুন অতিথি।  সেই থেকে শুরু। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের জীবনে রাহার পদার্পণ হতেই, নতুন বাবা-মায়ের সমস্ত রুটিন পালটে যায়। তাই এবার আলিয়ার পাশাপাশি রণবীরও রাহার দেখভাল করতে ৬ মাস কাজ থেকে বিরতি নেবেন বলে শোনা যাচ্ছে।



@endif