Ranbir Kapoor: 'ব্রক্ষ্মাস্ত্রের' জন্য কত পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর, শুনলে চমকে উঠবেন
এই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনী রায়ও স্ক্রিন শেয়ার করেন। বলিউড শহেনশা থেকে শুরু করে নাগার্জুনা কিংবা বাঙালি কন্যা মৌনী কত পারিশ্রমিক নিয়েছেন, তা নিয়েও শুরু হয় জল্পনা।
মুম্বই, ২৩ সপ্টেম্বর: সবে সবে মুক্তি পেয়েছে 'ব্রক্ষ্মাস্ত্র' (Brahmastra )।পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই সিনেমা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বলিউডে। ব্রক্ষ্মাস্ত্র মুক্তির পরও জোর কদমে প্রমোশন করতে দেখা যাচ্ছে রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt)। ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান তৈরি করতে যে ৬৫০ কোটি ব্যায় হয়েছে, তা নিয়েও জোর চর্চা চলছে বি টাউনে। ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ান তৈরি করতে যে অর্থই ব্যায হোক না কেন, এই ছবির জন্য কোনও পারিশ্রমিক নেননি রণবীর। এমনকী, ২০১৪ সালে আলিয়া ভাট যখন এই ছবির শ্যুট শুরু করেন, সেই সময় তিনিও তেমন কোনও পারিশ্রমিক দাবি করেননি।
২০১৪ সালে আলিয়া যখন এই ছবির শ্যুট শুরু করেন, সেই সময় তিনি আজকের মত তারকা ছিলেন না। ফলে খুব কম পারিশ্রমিকেই আলিয়া এই ছবির জন্য স্বাক্ষর করেন। সবকিছু মিলিয়ে রণবীর কাপুর বা আলিয়া ভাট কেউ বিনা পারিশ্রমিকে আবার কেউ খুব কম মূল্যে অয়ন মুখোপাধ্যায়ের ছবির জন্য স্বাক্ষর করেন। সবকিছু মিলিয়ে ব্রক্ষ্মাস্ত্র পার্ট ওয়ানের জন্য পারিশ্রমিক নয়, নিজের অভিনয় দক্ষতা, সংযম সবকিছুকে কাজে লাগিয়ে ছবিকে এগিয়ে নিয়ে গিয়েছেন রণবীর, আলিয়া।
প্রসঙ্গত এই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনী রায়ও স্ক্রিন শেয়ার করেন।