Ranbir Kapoor in Italy: ইতালির বিচে 'হট' রণবীর, দেখা নেই আলিয়ার, জল্পনা নেটপাড়ায়
রণবীরের সঙ্গে বিচে ক্যামেরাবন্দি হয়েছে বোনজি সামারা সাহানি, দিদি রিদ্ধিমা সাহানির মেয়ে। খালি গায়ে অভিনেতাকে দেখে তাঁর মহিলা ভক্তদের নাজেহাল অবস্থা।
পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন বলি অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। সদ্য অভিনেতার ইতালি (Italy) ভ্রমণের এক ছবি ঝড়ের গতিতে ছড়িয়েছে সমাজমাধ্যম জুড়ে। সেই ছবিতে ইতালির বিচে স্নান করতে দেখা গিয়েছে 'বরফি' তারকাকে। রণবীরের সঙ্গে বিচে ক্যামেরাবন্দি হয়েছে বোনজি সামারা সাহানি, দিদি রিদ্ধিমা সাহানির মেয়ে। খালি গায়ে অভিনেতাকে দেখে তাঁর মহিলা ভক্তদের নাজেহাল অবস্থা। কালো প্যান্ট, চোখে সানগ্লাস। মাথায় টুপি আর হাতে জুসের গ্লাস। একেবারে বিচ লুক যাকে বলে আর কি। কিন্তু রণবীরের সঙ্গে দেখা মেলেনি স্ত্রী আলিয়া ভাটের (Alia Bhatt)। স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ভক্ত মহলে।
আরও পড়ুনঃ বিগ বসের মঞ্চে সিগারেট হাতে ভাইজান, ভাইরাল ছবি ঘিরে নিন্দার ঝড়
ইতালির বিচে রণবীর কাপুর...
গতকালই ছিল অভিনেতার মা তথা বলিউডের প্রবীণ অভিনেত্রী নীতু কাপুরের (Neetu Kapoor) জন্মদিন। মায়ের ৬৫ বছরের জন্মদিন উপলক্ষ্যে সপরিবারে রেস্তরাঁয় গিয়ে হৈহৈ করে সেই উদযাপনও হয়েছে। তবে সেই জন্মদিন উদযাপনেও দেখা মেলেনি রণবীর ঘরনি আলিয়া ভাটের।