Animal: বক্স অফিসে অপ্রতিরোধ্য রণবীর, শাহরুখের জওয়ানের রেকর্ড ভেঙে ছুটছে অ্যানিম্যাল

ভারতের বক্স অফিসে ব্যবসার নিরিখে জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে অ্যানিম্যাল। দেশের বক্স অফিসে দ্রুততম ১০০ কোটির ঘর পার দ্বিতীয় হিন্দি ছবির তকমা পেল রণবীরের অ্যানিম্যাল। টেক্কা দিয়েছে কিং খানের জওয়ানকে।

Ranbir Kapoor in Animal (Photo Credits: Youtube)

মুম্বই, ৩ ডিসেম্বরঃ বক্স অফিসে অপ্রতিরোধ্য অ্যানিম্যাল (Animal)। মুক্তির মাত্র ২ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ছবির ব্যবসা ২৩৬ কোটিতে দাঁড়িয়ে। রণবীর কাপুরের (Ranbir Kapoor) অ্যানিম্যাল ভেঙে ফেলল শাহরুখ খানের জওয়ান-এর (Jawan) রেকর্ড। ভারতের বক্স অফিসে ব্যবসার নিরিখে জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে অ্যানিম্যাল। দেশের বক্স অফিসে দ্রুততম ১০০ কোটির ঘর পার দ্বিতীয় হিন্দি ছবির তকমা পেল রণবীরের অ্যানিম্যাল। টেক্কা দিয়েছে কিং খানের জওয়ানকে।

আরও পড়ুনঃ বক্স অফিসে অ্যানিম্যাল-এর তাণ্ডব, দুদিনেই ২০০ কোটির ধরে রণবীরের ছবি

অ্যানিম্যালের (Animal) হিন্দি সংস্করণ দুদিনে ভারতে ব্যবসা করেছে ১১৩ কোটি ১২ লক্ষ টাকা। সেখানে জওয়ানের হিন্দি সংস্করণ দুদিনে দেশে ব্যবসা করেছিল ১১১ কোটি লক্ষ টাকা। ফারাক সামান্য হলেও বক্স অফিসে জওয়ানকে ধরাশায়ী করেছে অ্যানিম্যাল। শাহরুখের (Shah Rukh Khan) জওয়ানকে পিছনে ফেলে দিলেও 'পাঠান'কে (Pathaan) টপকাতে পারেনি রণবীর। হিন্দি ভাষায় মুক্তি পেয়ে ২ দিনে পাঠান ব্যবসা করেছিল ১২৩ কোটি কোটি টাকা। তাই দেশের বক্স অফিসে দ্রুততম ১০০ কোটির ঘর পার করা প্রথম হিন্দি ছবি হল পাঠান (Pathaan)। দ্বিতীয় স্থানে অ্যানিম্যাল (Animal) এবং তৃতীয় স্থানে জওয়ান (Jawan)।

আরও পড়ুনঃ ‘মনে হচ্ছে স্বপ্ন দেখছি’, অ্যানিম্যাল-এর সাফল্যে ভিলেন ববি দেওলের চোখের জলের বাঁধ ভাঙল, দেখুন

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভাইজান। দিওয়ালিতে (Diwali 2023) মুক্তি পেয়েছিল সলমন খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত টাইগার থ্রি (Tiger 3)। হিন্দি ভাষায় সাল্লুভাইয়ের ছবি দুদিনে বক্স অফিসে ব্যবস করেছিল ১০১ কোটি টাকা। পঞ্চম স্থান দখল করেছে দক্ষিণী ছবির হিন্দি সংস্করণ। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ইয়াশ অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার ২' (KGF Chapter 2)। হিন্দি ভাষায় ভারতের বাজারে দুদিনের ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১০০.৭৪ কোটি।