Ranbir Kapoor, Alia Bhatt With Raha: ছোট্ট রহাকে নিয়ে প্রথম প্রকাশ্যে এলেন রণবীর কাপুর, আলিয়া ভাট, দেখুন

২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয় আলিয়া ভাটের। বিয়ের কয়েক মাসের মধ্যে সুখবর দেন রণলিয়া। তখন থেকে শুরু হয় দিন গোনার পালা। অবশেষে মা হন আলিয়া ভাট।

Ranbir Kapoor, Alia Bhatt With Baby Raha (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ জানুয়ারি: ছোট্ট রাহাকে (Raha) নিয়ে প্রথম প্রকাশ্যে এলেন রণবীর কাপুর (Ranbir Kpaoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। শাহিন ভাটের সঙ্গে শুক্রবার দেখা যায় রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। ওই সময়ই ছোট্ট রাহাকে নিয়ে পাপারাৎজির সামনে আসতে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় জুটিকে। তবে রাহাকে নিয়ে প্রকাশ্যে এলেও, রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছোট্ট মেয়ের মুখ প্রকাশ করেননি। ২০২২ সালের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয় আলিয়া ভাটের। বিয়ের কয়েক মাসের মধ্যে  সুখবর দেন রণলিয়া। তখন থেকে শুরু হয় দিন গোনার পালা। অবশেষে মা হন আলিয়া ভাট। তবে মা হওয়ার পর মেয়ের নাম প্রকাশ করলেও, রাহার মুখ দেখাননি আলিয়া, রণবীর। এই প্রথম রাহাকে নিয়ে প্রকাশ্যে আসেন রণলিয়া।

আরও পড়ুন: Gauahar Khan Video: বিমানবন্দরে গওহর খান, প্রকাশ্যে নায়িকার বেবি বাম্প

 

View this post on Instagram

 

রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর সোজাসুজি মার্কিন মুলুকে পাড়ি দেন আলিয়া ভাট। সেখান গাল গ্যাডটের সঙ্গে সিনেমার শ্যুট সেরে ফিরে আসেন। মা হওয়ার পর এবার ফের ধীরেসুস্থে কাজ শুরু করবেন আলিয়া ভাট।



@endif