Ranbir Kapoor-Alia Bhatt Wedding: বিয়ের আগেই রণবীর আলিয়ার দুরন্ত প্রেম, প্রকাশ্যে রা-লিয়ার নতুন গানের টিজার (দেখুন ভিডিও)
রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে (Ranbir Kapoor-Alia Bhatt Wedding) নিয়ে দেশজুড়ে দারুণ চর্চা চলেছে। এপ্রিলের মাঝামাঝি এই লাভ বার্ডসের চারহাত এক হতে চলেছে। যদিও দু'জনের কেউই বিয়ের দিন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে (Ranbir Kapoor-Alia Bhatt Wedding) নিয়ে দেশজুড়ে দারুণ চর্চা চলেছে। এপ্রিলের মাঝামাঝি এই লাভ বার্ডসের চারহাত এক হতে চলেছে। যদিও দু'জনের কেউই বিয়ের দিন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে নেটপাড়ায় এমন সব ছবি শেয়ার হচ্ছে যাতে বিয়ের গুজব হু হু করে হাওয়ায় ছড়াচ্ছে। ঠিক এই সময়ই "ব্রহ্মাস্ত্র" (Brahmastra) ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় 'কেশরিয়া' গানটির টিজার প্রকাশ করলেন। এবং ক্যাপশনে লিকে দিলেন রা-লিয়ার নতুন জীবনের জন্যই এই টিজার এখন প্রকাশ্যে এল। এহেন পোস্টের পর আর ঢাকঢাক গুরগুর চলে না তা বলাই বাহুল্য।
দেখুন ভিডিও