Hindi: 'দক্ষিণী তারকাদের হিংসে করেন, অনিশ্চয়তার ভোগেন উত্তরের তারকারা', হিন্দি বিতর্কে কটাক্ষ রাম গোপালের

রাম গোপাল ভর্মা বলেন, উত্তরের তারকারা দক্ষিণী তারকাদের হিংসে করেন। দক্ষিণী তারকাদের সাফল্যে অনিশ্চয়তায় ভোগেন উত্তরের তারকারা। যদিও রাম গোপাল ভর্মার ওই মন্তব্যের পর পালটা কোনও মন্তব্য করেননি অজয় দেবগণ কিংবা বলিউডের অন্য কোনও তারকা।

Kiccha Sudeep, Ram- Gopal Varma, Ajay Devgn (Photo Credit: File Photo)

মুম্বই, ২৮ এপ্রিল:  অজয় দেবগণ (Ajay Devgn) এবং কিচা সুদীপের (Kiccha Sudeep) মন্তব্যে হিন্দি নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। হিন্দি জাতীয় ভাষা নয় বলে সুদীপ যে মন্তব্য করেছেন, তা সঠিক। বৃহস্পতিবার দক্ষিণী তারকার পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। শুধু াতই নয়, হিন্দি জাতীয় ভাষা বলায় কর্ণাটকে রক্ষণা বেদিকে নামে একটি সংগঠনের তরফে অজয় দেবগণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এরপরই বিষয়টি নিয়ে মুখ কোলেন বলিউডের চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভর্মা (Ram Gopal Varma)।

তিনি বলেন, উত্তরের তারকারা দক্ষিণী তারকাদের হিংসে করেন। দক্ষিণী তারকাদের সাফল্যে অনিশ্চয়তায় ভোগেন উত্তরের তারকারা। যদিও রাম গোপাল ভর্মার ওই মন্তব্যের পর পালটা কোনও মন্তব্য করেননি অজয় দেবগণ কিংবা বলিউডের অন্য কোনও তারকা।

 

আরও পড়ুন:  Hindi: 'সুদীপ ঠিক কথা বলেছেন', হিন্দি বিতর্কে দক্ষিণী তারকাকে সমর্থন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর

শুধু তাই নয়, ভারতে কোনও দক্ষিণ কিংবা উত্তরের ইন্ডাস্ট্রি নেই। ভারতবর্ষ একটাই দেশ বলেও মন্তব্য করেন রাম গোপাল ভর্মা। অজয় দেবগণের মন্তব্যে কিচা সুদীপ যখন নিজেদের প্রত্যেককে ভারতীয় বলে সম্মোধন করেন, তার প্রশংসাও করতে দেখা যায় রাম গোপাল ভর্মাকে।