Rakhi Sawant: দুবাইবাসী আদিল খানের সঙ্গে বিয়ে পাকা রাখি সাওয়ান্তের? দেখুন
রাখি বলেন, আদিলের পরিবার মুম্বইতে এসেছেন। তাঁদের সঙ্গে তিনি দেখা করেছেন। পরিবারের প্রত্যেকের সঙ্গে এক এক করে রাখিকে পরিচয় করাচ্ছেন আদিল।
মুম্বই, ৩ অগাস্ট: এনআরআই রিতেশের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে আদিল খান দুরানির সঙ্গিনী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাখি সাওয়ান্তকে প্রায়শই ক্যামেরার সামনে মুখ খুলতে দেখা যায়। এবারও তার অন্যথা হয়নি। আদিল খান দুরানির পরিবার দুবাই থেকে মুম্বইতে এলে, তাঁদের সঙ্গে দেখা করেন রাখি। আদিলের পরিবারের সঙ্গে কথা হওয়ার পর তাঁরা কি বিয়ের দিনক্ষণ স্থির করে ফেলেছেন? এমন প্রশ্ন করা হয় রাখি সাওয়ান্তকে। যার উত্তরে একগাল হেসে জবাব দেন রাখি।
তিনি বলেন, আদিলের (Adil Khan Durrani) পরিবার মুম্বইতে এসেছেন। তাঁদের সঙ্গে তিনি দেখা করেছেন। পরিবারের প্রত্যেকের সঙ্গে এক এক করে রাখিকে পরিচয় করাচ্ছেন আদিল। তাই তাড়াহুড়োর কোনও বিষয় নেই। ধীরেসুস্থে তাঁরা ভবিষ্যতের দিকে পা বাড়াবেন বলে জানান 'ড্রামা কুইন'।
আরও পড়ুন: Pune: সাবধান! ৪০০ টাকার কেকের অর্ডার দিয়ে ১.৬ লক্ষ খোয়ালেন মহিলা
শুধু তাই নয়, আদিলের পরিবারের সঙ্গে দেখা করলে, তাঁকে বউমা বলেও কেউ কেউ সম্মোধন করেছেন বলে জানান রাখি সাওয়ান্ত।