Adipurush: ভক্তির 'আদিপুরুষ' এখন বিতর্কের মধ্যমণি, দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ

দেশের এক পর এক রাজ্যে আদিপুরুষকে নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে। ছবির সংলাপে অতি মাত্রায় কারসাজি, কিছু দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের কারণে চলছে বিক্ষোভ, প্রতিবাদ।

Protest Against Adipurush (Photo Credits: PTI)

ভক্তির 'আদিপুরুষ' এখন বিতর্কের মধ্যমণি হয়ে উঠেছে। একদিকে দেশের বিভিন্ন রাজ্যে ছবি ঘিরে ক্ষোভ বাড়ছে। অন্যদিকে বিতর্কিত ছবি প্রেক্ষাগৃহে দেখতে ঢেলে আসছেন দর্শকেরা। রামায়ণের সঙ্গে জুড়ে রয়েছে ভারতের ঐতিহ্য সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি কাণ্ডারি রামায়ণের ভাবাবেগ নিয়ে কাটাছেঁড়া একেবারেই ইতিবাচক চোখে দেখছেন না দর্শকমহল। রামায়ণকে বলিউড এবং আধুনিকত্যের মোড়কে মুড়িয়ে পরিবেশন করতে গিয়ে বিপাকে নির্মাতারা। মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশ, জম্মু-ৃকাশ্মীর। দেশের একের পর এক রাজ্যে আদিপুরুষকে (Adipurush) নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে। ছবির সংলাপে অতি মাত্রায় কারসাজি, কিছু দৃশ্যে ধর্মীয় ভাবাবেগে আঘাতের কারণে চলছে বিক্ষোভ, প্রতিবাদ।

জম্মুতে ছবি নিষেধাজ্ঞার ডাক 

আদিপুরুষের (Adipurush) উপর নিষেধাজ্ঞার দাবিতে এবার পথে নামল বজরং দল। জম্মুর (Jammu) রাস্তায় কুশপুতুল জ্বালিয়ে চলছে প্রতিবাদ। দেশজুড়ে প্রেক্ষাগৃহে আদিপুরুষের উপর নিষেধাজ্ঞার দাবি তুলে সোমবার জম্মুর রাস্তায় প্রতিবাদ করেছেন বজরং দলের সদস্যরা। মুখে 'হর হর মহাদেব' স্লোগান তুলে কুশপুতুল জ্বালিয়ে দেশের সিনেমাহল থেকে ছবিকে সরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন তাঁরা।

লখনউয়ে সীতার অপমানের ধ্বনি

উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) চোখে পড়ল একই চিত্র। লখনউয়ের হজরতগঞ্জ বাজারে আদিপুরুষের (Adipurush) প্রতিবাদে পথে নেমেছিলেন সমাজবাদী পার্টির কর্মীরা। ছবির পোস্টার পুড়িয়ে প্রতিবাদ দেখান তাঁরা। এদিকে রাস্তাজুড়ে প্রতিবাদী মিছিল ঠেকাতে এগিয়ে আসেন লখনউ পুলিশ। রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জোড়ান বহু আন্দোলনকারী।

মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহে হিন্দুত্ববাদী সংগঠনের হামলা

অন্যদিকে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরের নালাসোপারার এক সিনেমা হলে আদিপুরুষ (Adipurush) চলাকালীন ঢুকে পড়েন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। স্লোগান তুলে আদিপুরুষের স্ক্রিনিং বন্ধ করতে হবে বলে দাবি করেন হিন্দুত্ববাদী সংঘটনের কর্মীরা। যা নিয়ে প্রেক্ষাগৃহ কর্মীদের সঙ্গে তাঁরা বচসায় জড়ান। ফলে সিনেমা চলাকালীনই শুরু হয় তুমুল উত্তেজনা।

আদিপুরুষ-এর সংলাপ বিতর্ক 

আদিপুরুষের বিতর্কিত সংলাপের জেরে বিপাকে পড়েছেন সংলাপ লেখক মনোজ  মুনতাশির। বিতর্কিত সংলাপের জন্যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে, এমন অভিযোগ তুলে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে নিরাপত্তার আর্জি জানিয়ে ছিলেন লেখক। সেই মত মুম্বই পুলিশের তরফে আদিপুরুষের সংলাপ লেখক মনোজ মুনতাশিরকে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে। এছাড়া ছবির বিতর্কিত সমস্ত সংলাপ পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছে টিম আদিপুরুষের তরফে। অর্থাৎ আগামী কয়েকদিন পর যারা প্রেক্ষাগৃহে আদিপুরুষ দেখতে যাবেন তাঁরা সেই সমস্ত বিতর্কিত সংলাপ পাবেন না। তা বদলে নতুন করে বসানো হবে সংলাপ। বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন নির্মাতারা।