Priyanka Chopra-Nick Jonas Welcome Baby: সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া, মধ্যরাতে দিলেন খবর

সন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas)। ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবর দেন অভিনেত্রী। প্রিয়ঙ্কা চোপড়া লেখেন, "আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির (Surrogate) মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি। কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।" একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাস।

Priyanka Chopra, Nick Jonas (Photo: FB)

সন্তানের মা-বাবা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস (Nick Jonas)। ইনস্টাগ্রামে পোস্ট করে এই সুখবর দেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা লেখেন, "আমরা অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে নিশ্চিত করছি যে আমরা সারোগেসির (Surrogate) মাধ্যমে এক সন্তান এনেছি। এই বিশেষ সময়ে শ্রদ্ধার সঙ্গে সকলের কাছ থেকে ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি। কারণ এখন আমরা পরিবারে বেশি নজর দিতে চাই। অসংখ্য ধন্যবাদ।" একই পোস্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী গায়ক নিক জোনাস।

তারকা দম্পতি তাঁদের বন্ধু এবং পরিবারের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন। নিকের ভাই জো জোনাস প্রিয়াঙ্কা এবং নিক উভয়ের পোস্টে হার্ট ইমোজি দিয়েছেন। লারা দত্ত লিখেছেন, "অভিনন্দন।" আরও পড়ুন: Salman Khan: ধর্ম তুলে অপমান? 'আমার মা হিন্দু, বাবা মুসলিম', বললেন সলমন খান

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

 

নিক ও প্রিয়াঙ্কার প্রেম জীবন নিয়ে সম্প্রতি নানা জল্পনা শুরু হয়েছিল। প্রিয়াঙ্কার পদবি থেকে জোনাস সরে যাওয়ায় বিস্তর জল্পনাও শুরু হয়। শেষে সন্তানের খবর দিয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন প্রিয়াঙ্কা। বুঝিয়ে দিলেন দাম্পত্যে ভাটা পড়েনি, বরং নতুন সুখ আসতে চলেছে তাদের।