Priyanka Chopra: পোষ্যর ভালবাসায় মশগুল প্রিয়াঙ্কা কী করলেন দেখুন
প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের স্টোরিতে ট্যাটুর ছবি শেয়ার করেন। যা দেখে তাঁর অনুরাগীরা খুশি হয়ে যান।
মুম্বই, ১৯ জুন: পোষ্যর উপর তাঁর ভালবাসা সর্বজনবিদিত। ৩ প্রিয় পোষ্যকে ভালবেসে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) কী করলেন জানেন! প্রিয়াঙ্কা নিজের পায়ে পোষ্যদের জন্য ট্যাটু করালেন। ট্যাটুর সেই ছবি যখনই প্রিয়াঙ্কা প্রকাশ্যে আনেন, তা নজর কেড়ে নেয় অভিনেত্রীর অনুরাগীদের। দেখুন...
প্রিয়াঙ্কা চোপড়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের (Instagram) স্টোরিতে ট্যাটুর ছবি শেয়ার করেন। যা দেখে তাঁর অনুরাগীরা খুশি হয়ে যান। ২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। রাজস্থানের উমেদ ভবনে বসে প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ের আসর। উমেদ ভবনে বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে পরপর তিনবার বসে তারকা দম্পতির রিসেপশনের আসর। রিসেপশনের পরপরই মার্কিন মুলুকে উড়ে যান প্রিয়াঙ্কা।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: মালাইকার সঙ্গে করিনার পার্টি, আমূল পালটে গেলেন অভিনেত্রী
'হোয়াইট টাইগারের' শ্যুটিং উপলক্ষ্যে এরপর ভারতে এলেও, বেশিদিন থাকেননি। তখন থেকে বিদেশেই নিক জানাসোর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা।