Raj Kundra: পর্নোগ্রাফি থেকে রোজগারের অর্থে অনলাইন বেটিং করতেন রাজ কুন্দ্রা, সন্দেহ পুলিশের

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পর্নোগ্রাফি থেকে যে বিপুল অর্থ রাজ কুন্দ্রা রোজগার করতেন, তা তিনি অনলাইন বেটিংয়ের জন্য নতুন করে নিয়োগ করতেন।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৩ জুলাই: আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন রাজ কুন্দ্রা। মুম্বই আদালতের তরফে শুক্রবার এমনই নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে আরও কিছুদিন পুলিশ হেফাজতে থাকতে হবে বলে যে নির্দেশ দেওয়া হয়, তা নিয়ে চর্চা শুরু হতেই নতুন তথ্য প্রকাশ্যে এল।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পর্নোগ্রাফি (Pornograaphy) থেকে যে বিপুল অর্থ রাজ কুন্দ্রা (Raj Kundra) রোজগার করতেন, তা তিনি অনলাইন বেটিংয়ের জন্য নতুন করে নিয়োগ করতেন। তবে গোটা বিষয়টিই তদন্ত সাপেক্ষ। সেই কারণেই এবার রাজ কুন্দ্রার ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং দক্ষিণ আফ্রিকার (South Africa) ইউনাইটেড ব্যাঙ্কের অ্যাকাউন্টের সমস্ত লেনদেন খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে।

আরও পড়ুন: Shilpa Shetty: তাঁকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না, রাজের গ্রেফতারির পর প্রথম পোস্ট শিল্পার

পর্নোগ্রাফির ব্যবসা শুরুর পর থেকে রাজ কুন্দ্রা প্রত্যেক মাসে ৬-৮ লক্ষ টাকা রোজগার করতেন বলে জানতে পারে পুলিশ। লকডাউন শুরু হওয়ার পর রাজের পর্নোগ্রাফির ব্যবসা প্রায় শিখরে পৌঁছে যায়।