Shah Rukh Khan: সলমনের পর কিং খানকে খুনের হুমকি, পুলিশে পুলিশে ছয়লাপ শাহরুখের 'মন্নত'

বিগত কিছুদিন ধরে লাগাতার খুনের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। এ ছাড়া গত এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকেই ভাইজানকে আঁটসাট নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।

'মন্নত' এর বাইরে বাড়ল পুলিশি নিরাপত্তা (ছবিঃX@IANS)

সলমন খানের(Salman Khan) পর বলিউড(Bollywood) অভিনেতা শাহরুখ খান(Shah Rukh Khan)। এবার কিং খানকে খুনের হুমকি দিয়ে মুম্বই পুলিশের ল্যান্ডলাইন নম্বরে এল উড়ো ফোন! স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বলিপাড়ায়। এই ঘটনায় ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বান্দ্রা পুলিশের সাইবার সেলজানা গিয়েছে, উড়ো ফোনে, শাহরুখের থেকে ৫০ লাখ টাকা দাবি করা হয়েছে। এই ঘটনার পরই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শাহরুখের 'মন্নত।' অভিনেতার বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বাড়ির সামনে দেওয়া হয়েছে ব্যারিকেড। জানা গিয়েছে, শাহরুখের উদ্দেশে উড়ো  ফোনটি এসেছিল রায়পুর, ছত্তিশগঢ় থেকে। ইতিমধ্যেই রায়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুম্বই পুলিশের একটি বিশেষ টিম।প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগে 'পাঠান' এবং 'জওয়ান' ছবির সাফল্যের পর মৃত্যুর হুমকিপেয়েছিলেন শাহরুখ। এরপর থেকেই হামেশাই ওয়াই প্লাস সিকিউরিটিতে মোড়া থাকতেন কিং। এবার আরও একটু আঁটসাঁট করা হল সুপারস্টারের নিরাপত্তা। অন্যদিকে বিগত কিছুদিন ধরে লাগাতার খুনের হুমকি দেওয়া হয়েছে সলমন খানকে। এ ছাড়া গত এপ্রিলে সলমনের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার পর থেকেই ভাইজানকে আঁটসাট নিরাপত্তা দিয়েছে মুম্বই পুলিশ।

সলমনের পর কিং খানকে খুনের হুমকি, পুলিশে পুলিশে ছয়লাপ শাহরুখের 'মন্নত', দেখুন ভিডিয়ো



@endif