Pathaan: দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাঠান ঝড়, কাঁপছে যুক্তরাষ্ট্রের বক্স অফিস
সারা ভারতে মোট ৫,৫০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। আর ভারতের বাইরে ১০০ টি দেশের মোট ২,৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। যার মধ্যে যুক্তরাষ্ট্রের ৬৯৪ টি স্ক্রিনে সফল ভাবে চলছে ছবি।
শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan) ঝড় ভাঙছে একের পর এক বক্স অফিস রেকর্ড। যত দিন এগোচ্ছে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চূড়ে দিচ্ছে পাঠান। প্রথমদিনেই ১০০ কোটির ব্যবসা করেছিল ছবি। দ্বিতীয় দিনে ২০০ কোটি আর তৃতীয় দিনে ৩০০ কোটি। পাঠান প্রথম ভারতীয় চলচ্চিত্র যা তিন দিনে ৩০০ কোটির ঘরে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুনঃ ৩ দিনে ৩০০ কোটি পার, পাঠান-এর সাফল্যে মুখ খুললেন শাহরুখ খান
তবে পাঠান এর (Pathaan) রেকর্ড ভাঙা ব্যবসা কেবল দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেই শাহরুখ নিজেকে প্রমান করে দিলেন। তিনিই বলিউডের বাদশা (Shah Rukh Khan)। সারা ভারতে মোট ৫,৫০০ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। আর ভারতের বাইরে ১০০ টি দেশের মোট ২,৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। যার মধ্যে যুক্তরাষ্ট্রের ৬৯৪ টি স্ক্রিনে সফল ভাবে চলছে ছবি। এক মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর আমেরিকায় মুক্তি পাওয়া পূর্বের সকল হিন্দি ছবির রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পাঠান। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া এই ছবি প্রথম দিনে উত্তর আমেরিকার ৬৯৪ টি স্ক্রিন থেকে ব্যবসা করেছিল ১.৮৬ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুনঃ মন্নতের ছাদ থেকে ভক্তদের চুমু ছুঁড়ছেন বলিউডের বাদশা, দেখুন ভিডিয়ো
উত্তর আমেরিকায় যদি পাঠান (Pathaan in North America) এই ভাবেই দর্শকদের মনোরঞ্জন করতে থাকে তাহলে আশা করা যাচ্ছে, ব্যবসার নিরিখে ‘অবতার’ (Avarat: The Way of Water), ‘পুস’, ‘দ্য লাস্ট উইস’, এ ম্যান কল্ড অট্ট’ এর পরেই স্থান করে নেবে পাঠান। যা নিঃসন্দেহে কোন ভারতীয় ছবির জন্যে বিশাল গর্বের।