Pathaan Song Row: সমাজ মাধ্যম থেকে সরানো হোক ‘বেশরম রং’, ডিজিপি-কে চিঠি উত্তরপ্রদেশের শিশু কল্যাণ কমিটির

উত্তরপ্রদেশ সরকার সে দেশের কিশোরদের স্মার্টফোন বিতরণ করেছে তাঁদের সার্বিক উন্নয়নের জন্যে। তাই হাতের মুঠোয় স্মার্টফোন পেয়ে যাওয়ায় তাঁরা এইধরণের বিষয়বস্তু দেখবে। তাঁদের আটকানো যাবে না।

Besharam Rang (Photo Credits: YRF Official YouTube)

‘বেশরম রং’ (Besharam Rang) নিয়ে বিতর্কের ইতি যেন পড়ছেই না। সোশ্যাল মিডিয়া থেকে এবার গানটি মুখে ফেলার দাবি তুলল উত্তরপ্রদেশের শিশু কল্যাণ কমিটি (Child Welfare Committee)। কিশোরদের মানসিকতার উপর  খারাপ প্রভাব পড়ছে এই গানের (Besharam Rang Row) মধ্যে দিয়ে। এমন অভিযোগ তুলে ডিজিপি-কে চিঠি পাঠায় শিশু কল্যান কমিটি।

উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার শিশু কল্যাণ কমিটির পক্ষ থেকে জেলা পুলিশের জিডিপি-কে একটি চিঠি পাঠানো হয়। সোশ্যাল মিডিয়া থেকে ‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’এর (Pathaan Song Besharam Rang) ক্লিপিং এবং অন্যান্য অশ্লীল বিষয়বস্তু মুখে ফেলার দাবি তোলেন তাঁরা। কিশোর সমাজের উপর এই গানের দৃশ্যে কুপ্রভাব ফেলছে বলেই অভিযোগ তাঁদের।

নাবালক আইন (Juvenile Justice) ২০১৫ (Care and Protection of Children Act 2015)- এর সাহায্য নিয়ে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার শিশু কল্যাণ কমিটির ম্যাজিস্ট্রেট বেঞ্চ জিডিপিকে একটি লিখিত অভিযোগ জানান। যেখানে উল্লেখ করা হয়, ‘রেশরম রং’ গান সহ অন্যান্য অশ্লীল বিষয়বস্তু গুলো সরানো হোক সোশ্যাল মিডিয়া থেকে। পাঁচ সদস্যের এই বেঞ্চ চিঠিতে উল্লেখ করেন, উত্তরপ্রদেশ সরকার সে দেশের কিশোরদের স্মার্টফোন বিতরণ করেছে তাঁদের সার্বিক উন্নয়নের জন্যে। তাই হাতের মুঠোয় স্মার্টফোন পেয়ে যাওয়ায় তাঁরা এইধরণের বিষয়বস্তু দেখবে। তাঁদের আটকানো যাবে না।

চিঠিতে আরও উল্লেখ রয়েছে, এমন একটা পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া থেকে এই ধরণের জিনিস মুছে ফেলেই একমাত্র কিশোর সমাজের উপর এর খারাপ প্রভাব আটকানো সম্ভব।