Pathaan: ‘পাঠান’এর মত চেহারা গড়তে শারুখের ঠিক কতদিন সময় লেগেছে জানেন?
পর্দায় অ্যাকশন হিরো ‘পাঠান’এর মত চেহারা গড়তে কতদিন সময় লেগেছে শাহরুখের? দিন নয় বরং মাসের হিসাব করাই ভালো। সদ্য কিং খানের এক ভক্ত অভিনেতার দিকে সেই প্রশ্নই ছুড়ে দেন।
মুম্বই, ১২ জানুয়ারিঃ সদ্যই মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ‘পাঠান’এর ট্রেলার (Pathaan Trailer)। ছবি নিয়ে যে যতই নিন্দা, সমালোচনা করুক না কেন এসআরকে (SRK) ভক্তদের কাছে কোন কিছুই ধোপে টেকেনি। ‘পাঠান’এর ট্রেলার দেখে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনুরাগীরা। জন আব্রাহাম (John Abraham), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং কিং খান (Shah Rukh Khan) অভিনীত ছবিতে কাকে ছেড়ে কাকে দেখবে দর্শক! ফুল-অন অ্যাকশন মোডে তিন তারকা। পর্দায় ‘পাঠান’ (Pathaan) হয়ে ওঠার জন্যে কম কসরত করতে হয়নি বাদশাকে। গড়তে হয়েছে এইট প্যাক আবস। যা নেহাতই ছেলেখেলা নয়। ঝাঁ চকচকে লোকেশন, চমকপ্রদ গ্রাফিক্সে শাহরুখের ‘পাঠান’এর ট্রেলার জমজমাট, অ্যাকশনে ভরপুর ঝলকে ধুমের ছোঁয়া
পর্দায় অ্যাকশন হিরো ‘পাঠান’এর (Pathaan) মত চেহারা গড়তে কতদিন সময় লেগেছে শাহরুখের? দিন নয় বরং মাসের হিসাব করাই ভালো। সদ্য কিং খানের এক ভক্ত অভিনেতার দিকে সেই প্রশ্নই ছুড়ে দেন। টুইটারে #AskSRK দিয়ে শাহরুখের উদ্দেশ্যে ওই ভক্ত প্রশ্ন করেন, স্যার পাঠানের মত চেহারা বানাতে আপনার কত দিন সময় লেগেছে’? ঠিক যেন অবিকল ‘পাঠান’, চুল-দাড়ি-চাহারা অমিল নেই কোথাও
ভক্তের প্রশ্ন চোখ এড়ায়নি শাহরুখ খানের (Shah Rukh Khan)। তাঁর টুইটের জবাব দিয়ে পাল্টা টুইট করেছেন অভিনেতা। উত্তরে জানিয়েছেন, এই চেহারা তৈরি করতে তাঁর প্রায় ৬ মাস মত সময় লেগেছে। বিশ্বের ধনী অভিনেতার তালিকায় কিং খান, টপকালেন টম ক্রুজ, জ্যাকি চ্যানদের
উল্লেখ, জানুয়ারিতে প্রেক্ষাগৃহে আসছে ‘পাঠান’ (Pathaan)। ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ছবি। দীর্ঘ ৫ বছর পর শাহরুখকে দেখা যাবে বড় পর্দায়। দর্শকদের অপেক্ষার বাঁধ যেন আর কিছুতেই আটকে রাখা যাচ্ছে না।