Boycott Pathaan Trends In Twitter: 'বেশরম রং' নিয়ে প্রবল আপত্তি, 'পাঠান' বয়কটের ডাক নেটিজেনদের একাংশের, দেখুন

মধ্যপ্রদেশের মন্ত্রীর ওই অভিযোগের পরপরই ট্যুইটারে বেশরম রং ট্রেন্ড করতে শুরু করে। বেশরম রংয়ে দীপিকার পোশাক নিয়ে আপত্তির পাশাপাশি এই ছবিকে বয়কটের ডাক দেন অনেকে। দক্ষিণী ছবির সঙ্গে বলিউডের সিনেমার তফাৎ নিয়ে কটাক্ষ করেন অনেকে।

Shah Rukh Khan, Deepika Padukone (Photo Credit: Screen Grab)

মুম্বই, ১৩ ডিসেম্বর: শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোনের (Deepika Pdukone) ছবি 'পাঠানের' (Pathaan) প্রথম গান 'বেশরম রং' মুক্তি পেতেই তা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। শাহরুখ, দীপিকার বেশরম রং মুক্তি পেতেই, তা নিয়ে আপত্তি জানান মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। শাহরুখ, দীপিকার বেশরম রং-এ (Besharam Rang) কেন নায়িকা গেরুয়া রংয়ের পোশাক পরেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির মন্ত্রী। পাশাপাশি বেশরম রংয়ে যে দৃশ্যের দৃশ্যায়ন করা হয়েছে, তা সংস্কৃতিকে কলুষিত করছে বলেও অভিযোগ করেন নরোত্তম মিশ্র। সেই সঙ্গে বেশরম রংয়ের বেশ কিছু দৃশ্যকে সঠিক করতে হবে, না হলে মধ্যপ্রদেশে এই ছবির মুক্তি নিয়ে সরকারকে ভাবতে হবে বলে কার্যত হুমকি দেন নরোত্তম মিশ্র।

মধ্যপ্রদেশের মন্ত্রীর ওই অভিযোগের পরপরই ট্যুইটারে বেশরম রং ট্রেন্ড করতে শুরু করে। বেশরম রংয়ে দীপিকার পোশাক নিয়ে আপত্তির পাশাপাশি এই ছবিকে বয়কটের ডাক দেন অনেকে। দক্ষিণী ছবির সঙ্গে বলিউডের সিনেমার তফাৎ নিয়ে কটাক্ষ করেন অনেকে।

আরও পড়ুন: Pathaan Controversy: 'কুরুচিকর', দীপিকার ‘গেরুয়া’ পোশাকে আপত্তি বিজেপি মন্ত্রীর 

কেউ কেউ বলতে শুরু করেন, পাঠান-এ যা দেখানো হয়েছে, তাতে নায়িকার শরীরি আবেদন ছাড়া অন্য কিছু নয়।

 

কেউ বলতে শুরু করেন, পাঠানে যেভাবে গেরুয়া রংকে প্রকাশ করা হয়েছে, তাতে এর অমর্যাদা করা হয়েছে। সেই কারণেই পাঠান বয়কট করা উচিত বলে দাবি করেন অনেকে।

 

সবকিছু মিলিয়ে পাঠানের বেশরম রং গান মুক্তি পেতেই তা নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী আপত্তি এবং তার জেরে নেটিজেনদের বিক্ষোভ ক্রমাগত আছড়ে পড়তে শুরু করে।