OMG 2 Teaser OUT: ভক্তের ডাকে সাড়া দিয়ে মর্তে মহাদেব, 'ওএমজি টু' টিজারে নবরূপে অক্ষয় কুমার

অভিনেতাকে মহাদেব রূপে দেখে চরম উচ্ছ্বাসে দর্শককুল। উন্মুক্ত শরীর, চুলে লম্বা ড্রেডলক, গলায় রুদ্রাক্ষের মালা। এরপরেই শোনা গেল খিলাড়ির কণ্ঠস্বর। বললেন, 'বিশ্বাস রাখ, তুমি হলে শিবের ভক্ত'।

Akshay Kumar as Mahadev in OMG 2 (Photo Credits: Twitter)

মুম্বই, ১১ জুলাইঃ মহাদেবের অবতারে 'ওএমজি টু' তে (OMG 2) অক্ষয় কুমারের লুক আগেই প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার সামনে এল ছবির টিজার (OMG 2 Teaser OUT)। ভক্তের ডাকে সাড়া দিয়ে মর্তলোকে নেমে এসেছেন স্বয়ং মহাদেব। 'ঈশ্বর আছেন কিনা তার প্রমাণ মানুষ আস্তিক কিংবা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান কখনও তাঁর সন্তানদের মধ্যে বিভেদ করেন না'। টিজারের শুরুতেই পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) গলায় শোনা যায় এই সংলাপ।

ভক্তের বিপদের সাড়া দিয়ে দেখা দিলেন মহাদেব। জল থেকে উঠছেন শিবরূপী অক্ষয় কুমার (Akshay Kumar)। অভিনেতাকে মহাদেব রূপে দেখে চরম উচ্ছ্বাসে দর্শককুল। উন্মুক্ত শরীর, চুলে লম্বা ড্রেডলক, গলায় রুদ্রাক্ষের মালা। এরপরেই শোনা গেল খিলাড়ির কণ্ঠস্বর। বললেন, 'বিশ্বাস রাখ, তুমি হলে শিবের ভক্ত'।

দেখুন, ওএমজি টু-র টিজার...

২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল অভিনীত ওএমজি। নাস্তিক ভক্তের সঙ্গে ভগবানের দ্বন্দ্ব ফুটেছিল ছবিতে। দারুন সাফল্য অর্জন করেছিল ছবি। কুড়িয়েছিল প্রশংসা। ১১ বছর পর ওএমজি টু-এর মুক্তি। শিবরূপী অক্ষয়কে দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁর ভক্তরাও।