Nitin Desai Last Rites: প্রয়াত আর্ট ডিরেক্টর নীতিন দেশাইকে মহারাষ্ট্র মন্ত্রীদের শ্রদ্ধার্ঘ্য

আর্ট ডিরেক্টরের মৃত্যুর পর উঠে এসেছে বেশ কিছু তথ্য। শোনা যাচ্ছে, দীর্ঘ দিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন নীতিন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিজেপি নেতা বিনোদ তাওরে। তিনি জানান, নীতিনের প্রায় ২৫২ কোটি টাকার ঋণ ছিল।

Nitin Desai Last Rites (Photo Credits: ANI)

বলিউডের নামজাদা আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের আচমকা প্রয়াণে হতচকিত গোটা ইন্ডাস্ট্রি। বুধবার মহারাষ্ট্রের কার্জাতে নিজের স্টুডিয়ো থেকে উদ্ধার হয়েছে নীতিনের ঝুলন্ত দেহ। প্রাথমিকভাবে এটিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। আজ শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে (Nitin Desai Last Rites)। তবে তার আগে মুম্বইয়ের (Mumbai) জেজে হাসপাতালে নীতিনকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে পৌঁছে গিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra CM Eknath Shinde), উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Maharashtra Deputy CM Ajit Pawar) সহ দলের অন্যান্য নেতা মন্ত্রীরা।

মহারাষ্ট্রের নেতা মন্ত্রীদের নীতিনকে শ্রদ্ধার্ঘ্য... 

চারবারের জাতীয় পুরস্কার বিজয়ী নীতীন দেশাইয়ের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেচে বলিউডে। 'হাম দিল দে চুকে সনম', 'লাগান', 'যোধা আকবর', 'প্রেম রতন ধন পায়ো', 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' সহ নানা জনপ্রিয় চলচ্চিত্রের আর্ট ডিরেক্টর বা প্রোডাকশন ডিজাইনার হিসাবে কাজ করেছেন তিনি। ২০০৮ সালের ছবি 'স্লামডগ মিলিয়নেয়ার'এর সেটও নীতিনের হাতেই তৈরি। শিল্প পরিচালকের আচমকা মৃত্যুতে সঞ্জয় দত্ত, বিবেক অগ্নিহোত্রী, রীতেশ দেশমুখ, পরিণীতি চোপড়া সহ অনেকেই শোকজ্ঞাপন করেছেন।

তবে আর্ট ডিরেক্টরের মৃত্যুর পর উঠে এসেছে বেশ কিছু তথ্য। শোনা যাচ্ছে, দীর্ঘ দিন ধরেই অর্থকষ্টে ভুগছিলেন নীতিন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিজেপি নেতা বিনোদ তাওরে। তিনি জানান, নীতিনের প্রায় ২৫২ কোটি টাকার ঋণ ছিল। তবে আত্মহত্যার পিছনে ঋণের বোঝাই মূল কারণ নাকি প্রকৃত কারণ অন্য কিছু তা তদন্ত করছে পুলিশ।