Nick-Priyanka Wedding Anniversary: বিয়ের ৪ বছর পার, কীভাবে একে অপরকে শুভেচ্ছা জানালেন নিক-প্রিয়াঙ্কা?

Nick-Priyanka Wedding Anniversary (Photo Credit: Instagram)

দেখতে দেখতে বিয়ের চার বছর পার করে ফেললেন নিক জোনাস (Nick Jonas) এবং প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে এইবারের বিবাহবার্ষিকী তাঁদের কাছে বেশ অন্যরকম। মেয়ে মালতী মেরির সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী (Nick-Priyanka Wedding Anniversary) উদযাপন করছেন তারকা দম্পতি। রাজধানীর রাস্তায় ভক্তের সঙ্গে গান গাইলেন আয়ুষ্মান, ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তকুল

২০১৮ সালে যোধপুরে গিয়ে গাঁটছড়া বেঁধেছিলেন নিক এবং প্রিয়াঙ্কা (Nick-Priyanka)। সম্পর্কের শুরুতে দুজনের বয়সের বিস্তর ফারাক নিয়ে ভক্তমহলে বেশ চর্চা চলেছিল। নানা কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল নায়িকাকে। কিন্তু নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে দিব্ব স্বামী এবং মেয়ে নিয়ে সুখে সংসার করছেন বলিউডের দেশি গার্ল (Priyanka Chopra)।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

২০২২ সালের জানুয়ারিতে নিক-প্রিয়াঙ্কার কোলে আসে মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। সারোগেসি (surrogacy) পদ্ধতির মাধ্যমে মেয়ের জন্ম দিয়েছিলেন নায়িকা। জন্মের সময়ে বাচ্চা প্রি-ম্যাচিওর থাকায় দুমাস যাবত সদ্যজাত মালতীকে থাকতে হয়েছিল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষনে। দুমাস পর মেয়েকে ঘরে এনে আনন্দে আত্মহারা বাবা-মা সুখবর ভাগ করে নিয়েছিলেন ভক্তদের সঙ্গে।

বিয়ের চতুর্থ বছরে নিকের শুভেচ্ছাবার্তাঃ

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

প্রিয়াঙ্কার শুভেচ্ছাবার্তাঃ

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

 



@endif