Alia Bhatt: ব্যক্তিগত পরিসর থেকে মেয়েকে সামনে আনতে চান না, বড় সিদ্ধান্ত আলিয়ার

সম্প্রতি একটি ফরাসি ম্যাগাজিনের সাক্ষাৎকারে এমনই জানান আলিয়া ভাট। তিনি বলেন, তাঁর সন্তানের উপর যাতে কোনওভাবে বাইরের কোনও প্রভাবনা পড়ে, তা জন্য তিনি সদা সচেষ্ট।

Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ নভেম্বর: সবে সবে মা হয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। মা হওয়ার পর, ময়েকে বাড়িতে আনলেও তার মুখ প্রকাশ করেননি রণবীর, আলিয়া। মেয়ের মুখ এই মুহূর্তে ক্যামেরার সামনে আনতেও চান না আলিয়া। সম্প্রতি একটি ফরাসি ম্যাগাজিনের সাক্ষাৎকারে এমনই জানান আলিয়া ভাট। তিনি বলেন, তাঁর সন্তানের উপর যাতে কোনওভাবে বাইরের কোনও প্রভাবনা পড়ে, তা জন্য তিনি সদা সচেষ্ট। ফলে এই মুহূর্তে মেয়েকে কোনওভাবেই স্পটলাইটে আনতে চান না। বিষয়টি নিয়ে তিনি যেমন রণবীর কাপুরের সঙ্গে বহু আলোচনা করেছেন, তেমনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন। বন্ধুবান্ধবদের সঙ্গেও বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন বলে জানান আলিয়া।

ফলে আলিয়া নিজে যে রাস্তা বেঁছেছেন, তাঁর মেয়েও যে সেই একই পথে চলবে, এমন কোনও নিশ্চয়তা নেই। তাই তিনি তাঁর মেয়েকে কোনওভাবেই পাপারাৎজির সামনে এই মুহূর্তে আনতে চান না বলে জানান আলিয়া ভাট।