Ranveer Singh On Lakshadweep: লাক্ষাদ্বীপের প্রচারে মালদ্বীপের ছবি কেন? কটাক্ষের মুখে পড়তেই ছবি মুছলেন রণবীর
রণবীর নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'চলো ভারত দেখো' বলে ক্যাপশন যোগ করে, লাক্ষাদ্বীপের প্রচার করেন। তবে যে ছবি শেয়ার করে রণবীর ভারতীয় দ্বীপের প্রচার করেন, তা মালদ্বীপের বলে দাবি করেন নেটিজেনদের একাংশ।
মুম্বই, ৮ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরের পর অক্ষয় কুমার, শচিন তেন্ডুলকর, জন আব্রাহামের মত তারকারা ভারতীয় দ্বীপের হয়ে প্রচার শুরু করেছেন। বলিউড (Bollywood) থেকে ক্রিকেট, একের পর এক তারকা লাক্ষাদ্বীপের হয়ে প্রচার শুরু করলে, সেই তালিকা থেকে বাদ পড়েননি রণবীর সিংও( Ranveer Singh)। রণবীর নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'চলো ভারত দেখো' বলে ক্যাপশন যোগ করে, লাক্ষাদ্বীপের প্রচার করেন। তবে যে ছবি শেয়ার করে রণবীর ভারতীয় দ্বীপের প্রচার করেন, তা মালদ্বীপের (Maldives) বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। এমনকী ভারতের দ্বীপের প্রচার করতে গিয়ে রণবীর কেন মালদ্বীপের ছবি পোস্ট করলেন, তা নিয়েও হাসাহাসি শুরু করেন নেট জনতার একাংশ। যা চোখে পড়তেই ছবি মুছে ফেলেন রণবীর সিং। তবে অনেক দেরিতে রণবীর সিং ভুল ছবি ট্যুইটার থেকে মোছেন বলেও কটাক্ষ করা হয়।
আরও পড়ুন: Narendra Modi: মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ বরদাস্ত নয়, মালদ্বীপের হাই কমিশনারকে তলব দিল্লির
দেখুন রণবীরের পোস্ট...
রণবীর সিংয়ের পোস্ট দেখে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে....
রণবীর সিং নিজের সোশ্যাল হ্যান্ডেলে লাক্ষাদ্বীপের যে প্রচার করেন, সেখান থেকে ছবি মুছে ফেললেও, এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।