Sonam Kapoor: সোনমের নয়া ফটোশ্যুট, অনিল-কন্যাকে 'নেটোটিজম বার্বি' বলে কটাক্ষ

বোন রিয়া কাপুরের বিয়ের পর ফের লন্ডনের বাড়িতে ফিরে গিয়েছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনের বাড়িতেই দিন গুজরান করছেন সোনম।

Sonam Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ নভেম্বর: ফের কটাক্ষের মুখে সোনম কাপুর (Sonam Kapoor)। সম্প্রতি একটি ফটোশ্যুটের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করার পর সোনমকে 'নেপোটিজম বার্বি' বলে কটাক্ষ করেন নেট জনতার একাংশ। এমনকী, সোনম যে ফটোশ্যুট করেছচেন তা এক্কেবারে 'ফালতু' বলেও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে সোনম কাপুরের নয়া ফটোশ্যুট দেখে যখন বি টাউনের একের পর এক তারকারা প্রশংসা শুরু করেন, সেই সময় নেট জনতার একাংশ তাঁর বিরুদ্ধে ফের আক্রমণ শানাতে শুরু করেন।

দেখুন সোনমের সেই ফটোশ্যুট...

 

 

View this post on Instagram

 

 

বোন রিয়া কাপুরের (Rhea Kapoor)বিয়ের পর ফের লন্ডনের বাড়িতে ফিরে গিয়েছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনের বাড়িতেই দিন গুজরান করছেন সোনম। রিয়া কাপুরের বিয়ে উপলক্ষ্যে সোনম যখন মুম্বইতে (Mumbai)  ফেরেন, তখন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে জল্পনা ছড়ায়। যদিও সোনম স্পষ্ট জানিয়ে দেন, তিনি অন্তঃসত্ত্বা নন।

আরও পড়ুন:  Afghan Heroin: হু হু করে ছড়িয়ে পড়ছে আফগান হেরোইন, 'নারকো-টেররিজম' নিয়ে সন্ত্রস্ত গোটা বিশ্ব

রিয়ার বিয়ের পর ফের লন্ডনে ফিরে যান সোনম। সেখানেই এ বছর স্বামী আনন্দের সঙ্গে দীপাবলিও উদযাপনু করতে দেখা যায় 'ভীরে দি ওয়েডিং' অভিনেত্রীকে। সবকিছু মিলিয়ে সোনম কাপুর যখন আনন্দের সঙ্গে চুটিয়ে সংসারের মাঝে একের পর এক ফটোশ্যুট করছেন, তখনও তাঁকে বিভিন্ন ধরনের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে।