Neha Bhasin Hot Pics : লাল রঙের বিকিনে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন নেহা

বলিউড গায়িকা নেহা ভাসিন (Neha Bhasin) সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন।

Singer Neha Bhasin

নয়াদিল্লি : বলিউড গায়িকা নেহা ভাসিন (Neha Bhasin) সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। লাল রঙের বিকিনি পরা ছবিগুলি তিনি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়াতে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবি থেকে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। লাল রঙের বিকিনি সঙ্গে খোলা চুল, তিনি একাধিক ছবি পোস্ট করেছেন। কোনও ছবিতে তিনি আলতো করে নিজের মাথার চুল ধরে আছেন আবার কোথাও হাতের আঙুল কামড়ানোর ভঙ্গিমাতে।

পোশাকে-আশাকে নেহা বরাবরই বোল্ড। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তিনি প্রায়ই নতুন নতুন ছবি পোস্ট করে অনুরাগীদের মন জয় করেন। ২০১৭ সালে ফিল্মফোর অ্যাওযার্ডসে সেরা মহিলা নেপথ্যশিল্পীর শিরোপা পান নেহা ভাসিন।

 

View this post on Instagram

 

A post shared by Neha Bhasin (NB) (@nehabhasin4u)