Alia Bhatt's Baby Shower: আলিয়ার সাধের অনুষ্ঠান, খুশিতে উচ্ছ্বল নীতু, করিশ্মারা, দেখুন

চলতি বছরই সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের কয়েক মাসের মধ্যে আলিয়া অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপরই খুশিতে ফেটে পড়ে গোটা কাপুর পরিবার।

Alia Bhatt Baby Shower (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ অক্টোবর:  আলিয়া ভাটের (Alia Bhatt) বেবি শাওয়ারের ছবি শেয়ার করলেন নীতু কাপুর (Neetu Kapoor)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নীতু কাপুর বউমার বেবি শাওয়ারের ছবি শেয়ার করেন। আলিয়া, রণবীর, রিদ্ধিমা, রিমা জৈনদের একই ফ্রেমে দেখা যায়। মা হচ্ছেন রণবীর-ঘরণী। ফলে খুশিতে উচ্ছ্বল গোটা কাপুর পরিবার। আলিয়ার বেবি শাওয়ারের অনুষ্ঠানে করিশ্মা কাপুরকে দেখা গেলেও, করিনাকে দেখা যায়নি। চলতি বছরই সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের কয়েক মাসের মধ্যে আলিয়া অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপরই খুশিতে ফেটে পড়ে গোটা কাপুর পরিবার।

আরও পড়ুন:  Ranbir Kapoor: 'ব্রক্ষ্মাস্ত্রের' জন্য কত পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর, শুনলে চমকে উঠবেন

অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলিয়া ভাট ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশন করেন পুরোদমে। মা হচ্ছেন, তাই বলে কাজ বন্ধ করবেন না বলে স্পষ্ট জানান নায়িকা। এমনকী, অন্তঃসত্ত্বা হওয়ারপ্রথম পর্যায়ে হলিউডে গিয়েও নিজের প্রথম বিদেশি ছবির শ্যুটিং সেরে ফেলেন অভিনেত্রী।