Neena Gupta: ‘আমি কি জনগণের সম্পত্তি’, অনুমতি না নিয়ে ছবি তোলায় ভক্তের একহাত নিলেন নীনা গুপ্তা

মুম্বই, ২০ জানুয়ারিঃ দিন কয়েক আগেই না বলে ছবি তোলার জন্যে বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন (Jaya Bachchan) মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার সেই একই পথে হাঁটলেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তা (Neena Gupta)। সদ্য মুম্বইয়ের (Mumbai) নেহেরু সেন্টারে দেখা গিয়েছে তাঁকে। সেখানে চলছে ইন্ডিয়া আর্ট ফেস্টিভ্যাল (India Art Festival)। পছন্দের তারকা দেখলেই যেকেউ ছবি তুলতে এগিয়ে আসেন। কিন্তু অনুমতি না নিয়ে এক ভক্ত ক্যামেরা বের করে তাঁর ছবি নেওয়ায় অস্বস্তি বোধ করলেন অভিনেত্রী। বললেন, ‘মানুষ অনুমতি ছাড়াই ছবি তোলে। আমি কি জনগণের সম্পত্তি’।

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Neena Gupta (@neena_gupta)

 

দিন কয়েক আগেই বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে (Jaya Bachchan) দেখা গিয়েছিল পাপারাৎজির (Paparazzi) উপর চোটতে। তাঁর অনুমতি না নিয়ে কেন মিডিয়া তাঁর ছবি তুলছেন, তা নিয়ে জোর ক্ষেপে ছিলেন অমিতাভ (Amitabh Bachchan) পত্নী । বরাবরই মুম্বইয়ের ছবি শিকারিদের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল তাঁর। এর আগেও বহুবার বহু সময়ে পাপারাৎজি তাঁকে ক্যামেরাবন্দি করায় চোটে গিয়েছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। অনুমতি ছাড়া  মিডিয়া তাঁর ছবি তুলুক, সেটা মোটেই পছন্দ নয় অভিনেত্রীর।