Nawazuddin Siddiqui: ভাই এবং প্রাক্তন স্ত্রীয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বোম্বে হাইকোর্টে 'মানহানি'র মামলা দায়ের নওয়াজউদ্দিন সিদ্দিকির

আদালতে নিজের ভাই এবং প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানি এবং হেনস্থার মামলা দায়ের করেছেন নওয়াজ। ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি টাকা দাবি করেছেন নওয়াজউদ্দিন

Nawazuddin Siddiqui (Photo Credits: Instagram)

মুম্বই, ২৬ মার্চঃ বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) পারিবারিক কহল যেন ক্রমেই আরও ব্যাপক আকার ধারণ করছে। স্ত্রী আলিয়া সিদ্দিকি (Aaliya Siddiqui) এবং ভাই সমস নবাব  সিদ্দিকির বিরুদ্ধে মানহানি এবং হেনস্তার অভিযোগ তুলে বোম্বে হাইকোর্টের দারস্ত হলেন অভিনেতা। আদালতে নিজের ভাই এবং প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানি এবং হেনস্থার মামলা দায়ের করেছেন নওয়াজ। ক্ষতিপূরণ বাবদ ১০০ কোটি টাকা দাবি করেছেন নওয়াজউদ্দিন (Nawazuddin Siddiqui)।

একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, ভাই সমস নবাব  সিদ্দিকিকে (Nawazuddin Siddiqui Brother Shamas Nawab Siddiqui) নিজের ম্যানেজার হিসাবে নিয়োগ করেছিলেন অভিনেতা। ২০০৮ সাল থেকে অভিনেতার টাকা পয়সা, ব্যাঙ্কয়ের যাবতীয় কাজবাজ তাঁর ভাই দেখাশোনা করছেন। ভাইয়ের বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ তুললেন নওয়াজ। অভিনেতার নামে জমি কেনার ছলনা করে খাতায় কলমে তাঁদের দুজনের নামে একের পর এক জমি কিনেছে সমস নবাব। দেশ বিদেশে একাধিক সম্পত্তির পাশাপাশি ১৪ টি দামী গাড়ি দুজনের নামে কিনেছে অভিনেতার ভাই।

স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নওয়াজউদ্দিন  (Nawazuddin Siddiqui) বলেন, তাঁর স্ত্রী আগে থেকে বিবাহিত থাকা সত্ত্বেও নিজেকে অবিবাহিত মুসলিম দাবি করে অভিনেতাকে বিয়ে করেছিলেন। আদতে আলিয়া সুদ্দিকি মুসলিম নন। তাঁর আসল নাম অঞ্জনা পাণ্ডে।

অভিনেতার (Nawazuddin Siddiqui) আইনজীবী সুনীল কুমার বোম্বে হাইকোর্টে বিচারপতি রিয়াজ চাগলার বেঞ্চের সামনে মামলাটি দায়ের করেছেন। আগামী ৩০ মার্চ মামলার শুনানি হবে।