Vikrant Massey: ক্লান্ত তবে অবসর নয়, অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নীরবতা ভাঙলেন বিক্রান্ত

অনুরাগীদের কৌতূহল মিটিয়ে অভিনেতা নিজের স্বেচ্ছাবসরের বিষয়ে মুখ খুললেন। নীরবতা ভেঙে জানালেন, অভিনয় থেকে বিদায় নিচ্ছেন না তিনি। কেবল সাময়িক বিরতি নিচ্ছেন মাত্র।

Vikrant Massey (Photo Credits: ANI)

মুম্বই, ৩ ডিসেম্বরঃ প্রেক্ষাগৃহে চলছে তাঁর 'দ্য সবরমতী রিপোর্ট' (The Sabarmati Report)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে দেখেছেন সেই চলচ্চিত্র। টেলিভিশনে ছোটখাটো চরিত্র থেকে টুয়েলভথ ফেল (12th Fail)। বিক্রান্তের ম্যাসির (Vikrant Massey) বলিউড যাত্রা বেশ রোমাঞ্চকর। কিন্তু সাফল্যের স্বাদ গ্রহণ সময়ে ৩৭ বছর বয়সে আচমকা তাঁর স্বেচ্ছাবসর নেওয়ার ঘোষণা স্বাভাবিকভাবেই নাড়িয়ে দিয়েছিল ভক্তকুলকে। নিজের নিখুঁত অভিনয় দিয়ে বিক্রান্ত অনায়াসে সিনেপ্রেমীদের মন জয় করেছিলেন। কিন্তু সোমবার আচমকা স্বেচ্ছাবসরের ঘোষণা করে অভিনেতা জানান, একজন স্বামী, একজন বাবা এবং একজন ছেলের দায়িত্ব পালনের তাগিদে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে।

বিক্রান্তের (Vikrant Massey) সেই পোস্ট ঘিরে ভক্তমহলে নানা চর্চা চলেছে। তবে শেষমেশ অনুরাগীদের কৌতূহল মিটিয়ে অভিনেতা নিজের স্বেচ্ছাবসরের বিষয়ে মুখ খুললেন। নীরবতা ভেঙে জানালেন, অভিনয় থেকে বিদায় নিচ্ছেন না তিনি। কেবল সাময়িক বিরতি নিচ্ছেন মাত্র।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তাই একটু বিশ্রামের দরকার তাঁর। অতিরিক্ত পরিশ্রমের কারণে তাঁর শরীর ভাঙছে। অসুস্থ হয়ে পড়ছেন তিনি। তাই কাজ থেকে সাময়িক বিরতি নিতে চান এবার।

পাশাপাশি সদ্য বাবা হয়েছেন অভিনেতা। কাজের চাপে স্ত্রী এবং সন্তানকে একেবারেই সময় দিতে পারতেন তিনি। অভিনয় থেকে বিরতি নিয়ে নিজের পরিবারের উপর একটু 'ফোকাস' করবেন বিক্রান্ত। আর তাঁর এই বক্তব্যকেই 'স্বেচ্ছাবসর' ধরে নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন 'হাসিন দিলরুবা' অভিনেতা।



@endif