IPL Auction 2025 Live

Salman Khan: ধর্ম তুলে অপমান? 'আমার মা হিন্দু, বাবা মুসলিম', বললেন সলমন খান

কেতন কক্কড়ই বারবার সলমনের ধর্ম তুলে তাঁর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করছেন বলে অভিযোগ। সলমনের আইনজীবী অভিযোগ করেন, সম্প্রতি কেতন কক্কড় এই ইউটিউবারের শোয়ে হাজির হন। সেখানেই তিনি সলমন খানের সম্পর্কে একের পর এক আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ।

Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ জানুয়ারি:  সলমন খানের (Salman Khan) ধর্ম তুলে তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য করা হচ্ছে। এমনই অভিযোগ করলেন অভিনেতা। সম্প্রতি সলমন খানের আইনজীবী অভিযোগ করেন,  অভিনেতার পানভেলের বাগান বাড়ির পাশে এক টুকরো জমি রয়েছে কেতন কক্কড় নামে এক ব্যক্তির। কেতন কক্কড়ই বারবার সলমনের ধর্ম তুলে তাঁর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করছেন বলে অভিযোগ। সলমনের আইনজীবী অভিযোগ করেন, সম্প্রতি কেতন কক্কড় এই ইউটিউবারের (Youtube) শোয়ে হাজির হন। সেখানেই তিনি সলমন খানের সম্পর্কে একের পর এক আপত্তিজনক মন্তব্য করেন বলে অভিযোগ। ওই ঘটনার পরই অভিনেতার আইনজীবী কেতন কক্কড়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। সলমন বলেন, তাঁর মা হিন্দু, বাবা মুসলিম। কেন তাঁর ধর্ম তুলে এই ধরণের অপমান করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন সলমন খান।

আরও পড়ুন:  Sushant Singh Rajput: সুশান্তের জন্মদিনে চোখে জল রিয়ার, বাঙালি কন্যা লিখলেন 'মিস ইউ সো মাচ'

 

View this post on Instagram

 

সম্প্রতি টাইগার থ্রি নিয়ে কাজ করছেন সলমন খান। এই ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের পর সলমনের বিপরীতে এই প্রথম অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। যা নিয়ে সলমনের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত।

এদিকে এবার সলমন পড়লেন ৫৬-তে। পানভেলের বাগান বাড়িতেই বসে সলমন খানের জন্মদিনের আসর।