Munawar Faruqui Wins Reality Show 'Lock Upp': রিয়েলিটি শো 'লক আপ'-র বিজয়ী হলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি
রিয়েলিটি শো (Reality Show) 'লক আপ' (Lock Upp)-র বিজয়ী হলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। শনিবার রাতে মুনাওয়ার ফাইনাল রেসে প্রতিযোগী পায়েল রোহাতগিকে (Payal Rohatgi) হারিয়ে শিরোপা তুলে নেন। ১৮ লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুকি। ট্রফি ছাড়াও মুনাওয়ার ২০ লাখ টাকা, একটি গাড়ি পাবেন। এছাড়াও বিনামূল্যে ইতালি ঘুরতে পারবেন তিনি।
রিয়েলিটি শো (Reality Show) 'লক আপ' (Lock Upp)-র বিজয়ী হলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। শনিবার রাতে মুনাওয়ার ফাইনাল রেসে প্রতিযোগী পায়েল রোহাতগিকে (Payal Rohatgi) হারিয়ে শিরোপা তুলে নেন। ১৮ লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুকি। ট্রফি ছাড়াও মুনাওয়ার ২০ লাখ টাকা, একটি গাড়ি পাবেন। এছাড়াও বিনামূল্যে ইতালি ঘুরতে পারবেন তিনি।
অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে দৃঢ় বন্ধন তৈরি করা ছাড়াও মুনাওয়ার তাঁর জীবনের নানা কথা শেয়ার করেছেন। কীভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলেন, সে বিষয়েও কথা বলেছেন। মুনাওয়ার জানিয়েছেন যে তাঁর মা আত্মহত্যা করে মারা গিয়েছেন। আরও পড়ুন: Govinda: 'স্বপ্ন স্বার্থক' বললেন গোবিন্দা, দেখুন ভিডিয়ো
একতা কাপুর দ্বারা প্রযোজিত 'লক আপ'-এ জেলের মতো পরিবেশে ২০ জন প্রতিযোগীকে একে অপরের বিরুদ্ধে লড়েছেন। পুনম পান্ডে, করণভীর বোহরা, আলি মার্চেন্ট, জিশান খান, মান্দানা করিমি, নিশা রাওয়াল, সারা খান, বিনিত কাকার, ববিতা ফোগাট, স্বামী চক্রপানি, তেহসিন পুনাওয়ালা, সিদ্ধার্থ শর্মা, প্রিন্স নারুলা এবং চেতন হংসরাজের মতো সেলিব্রিটিরাও অংশ নেন এই রিয়েলিটি শোয়ে।