Mukesh Khanna: ‘যদি কোনও মেয়ে সঙ্গম করতে চায় তবে…’, মুখ ফসকে এ কী বললেন ‘শক্তিমান’ মুকেশ!

Photo Credit_Twitter

৯০ এর দশকে টিভির পর্দায় তিনিই ছিলেন আমাদের প্রথম সুপারহিরো।এক হাতে সমাজের শত্রু নিধন করেছেন অন্য হাতে করেছেন সমাজের অনেক মুশকিল আসান। এবার সেই শক্তিমান (Shaktiman) ওরফে মুকেশ খান্না (Mukesh Khanna)  নেটিজেনদেরকাঠগড়ায়। মহিলাদের উদ্দেশ্যে করা তাঁর এক বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নারীদের সম্পর্কে তিনি যা বলেছেন, অনেকেই মনে করেছেন গোটা নারীজাতির কাছে তা অত্যন্ত কুরুচিপূর্ণ ও ক্ষমাহীন।

মুকেশের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।  সেই ভিডিয়োতে মুকেশ বলছেন, "কোন মেয়ে যদি নিজে থেকে সঙ্গম করতে চায় তবে সেই মেয়ে আদপে মেয়ে নয়, কারণ এই ধরনের নির্লজ্জ কথা কোনও সভ্য সমাজের মেয়ে বলতে পারে না। যদি সে করে তবে সেই সমাজ একেবারেই সভ্য নয়। বুঝতে হবে তবে ওটি মেয়েটির 'ধান্দা'।এই ভিডিয়োর পরেই ওঠে বিতর্কের ঝড়। দেখুন ভিডিও-

View this post on Instagram

 

A post shared by Bollywoodshitposts (@bollywoodshitposts)