Satish Kaushik: ‘আমি মরতে চাই না, আমাকে বাঁচাও’, মৃত্যুর আগে বলেছিলেন সতীশ কৌশিক

‘গাড়িতে যেতে যেতে অভিনেতার বুকে ব্যথা শুরু হয়। তিনি আমার কাঁধে মাথা রেখে বলেন, সন্তোষ আমি মরতে চাই না। আমায় বাঁচাও। সেদিন দোলের জন্যে রাস্তা একেবারে ফাঁকা ছিল। মাত্র ৮ মিনিটের মধ্যেই আমরা হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে সব শেষ’।

Satish Kaushik (Photo Credits: Instagram)

মুম্বই, ১২ মার্চঃ বলিউড ইন্ডাস্ট্রিকে কাঁদিয়ে চিরতরে বিদায় নিয়েছেন প্রবীন অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। ৬৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন তিনি। মৃত্যুর আগে অভিনেতা বার বার বলেছেন, ‘আমি মরতে চাই না। আমাকে বাঁচাও’। তাঁর মৃত্যুকে প্রথমিকভাবে হার্ট অ্যাটাক বলে অনুমান করা হলেও ক্রমশ বাড়ছে সতীশ কৌশিকের মৃত্যু রহস্য।

অভিনেতার শেষ সময়ে তাঁর সঙ্গে ছিলেন সেক্রেটরি সন্তোষ রায়। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সতীশ কৌশিকের মৃত্যুলগ্নের কথা তুলে ধরছেন সেক্রেটরি। তিনি বলেন, দিল্লির এক ব্যবসায়ীর বাগান বাড়িতে আয়োজিত পার্টিতে গিয়েছিলেন অভিনেতা। রাতে নিজেদের ঘরে ঘুমাছিলেন তাঁরা। রাত তখন ১২ টা ৫ বাজে হঠাৎ তাঁর নাম ধরে চিৎকার করতে থাকেন পরিচালক। ছুটে আসেন সন্তোষ। অভিনেতা জানান, তাঁর নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। হাসপাতালে নিয়ে যেতে হবে তাঁকে। অসুস্থ অভিনেতাকে নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি বের করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

প্রয়াত অভিনেতার সেক্রেটরির আরও সংযোজন, ‘গাড়িতে যেতে যেতে অভিনেতার বুকে ব্যথা শুরু হয়। তিনি আমার কাঁধে মাথা রেখে বলেন, সন্তোষ আমি মরতে চাই না। আমায় বাঁচাও। সেদিন দোলের জন্যে রাস্তা একেবারে ফাঁকা ছিল। মাত্র ৮ মিনিটের মধ্যেই আমরা হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু ততক্ষণে সব শেষ’।

প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে ক্রমেই রহস্য দানা বিঁধছে। দিল্লির যে ব্যবসায়ীর বাগান বাড়িতে মৃত্যুর দিন রাতে অভিনেতা ছিলেন সেই ব্যবসায়ীই নাকি বিষ খাইয়ে খুন করেছেন সতীশ কৌশিককে (Satish Kaushik)। বিস্ফোরণ দাবিটি তুলেছেন ব্যবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী।



@endif