MS Dhoni on Sushant Singh Rajput Death: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে 'অত্যন্ত বিষাদগ্রস্ত' হয়ে পড়েছেন এম এস ধোনি; জানালেন মাহির ম্যানেজার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবন ঘুরিয়ে দিয়েছিল 'এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি। সুশান্তের কঠোর পরিশ্রমই ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি। ক্যাপ্টেন ধোনির চরিত্রে অভিনয় করার সুবাদে একাধিকবার একসঙ্গে সময় কাটান এম এস ধোনি এবং সুশান্ত। ছবির প্রমোশনেও তাদের একসঙ্গে দেখা যায়। সুশান্তের আকস্মিক আত্মহত্যার খবরে অত্যন্ত ভেঙে পড়েছেন এম এস ধোনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বিষাদগ্রস্ত' ধোনি (Photo Credits: Instagram/Getty Images)

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের  (Sushant Singh Rajput) জীবন ঘুরিয়ে দিয়েছিল 'এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি' ছবিটি। সুশান্তের কঠোর পরিশ্রমই ছিল তাঁর সাফল্যের চাবিকাঠি। ক্যাপ্টেন ধোনির চরিত্রে অভিনয় করার সুবাদে একাধিকবার একসঙ্গে সময় কাটান এম এস ধোনি (M S Dhoni) এবং সুশান্ত। ছবির প্রমোশনেও তাদের একসঙ্গে দেখা যায়। সুশান্তের আকস্মিক আত্মহত্যার খবরে অত্যন্ত ভেঙে পড়েছেন এম এস ধোনি।

ধোনির ম্যানেজার অরুণ পাণ্ডে জানিয়েছেন,"ধোনি অত্যন্ত বিষাদগ্রস্ত।" ধোনির ছবিতে একটুও নিরাশ করেননি সুশান্ত। মাহির যদি ল্যাঙ্গুয়েজ থেকে এক একটি শটকে রপ্ত করেছিলেন তিনি। নিজের সেরাটা দিয়ে একটা দুর্দান্ত ছবি উপহার দিয়েছিলেন দর্শককে। ছবি করার সময় ধোনির সঙ্গে তাঁর যে সখ্যতা তৈরি হয়েছিল তা ভুলতে পারছেন না মাহি। আরও পড়ুন, মানসিক অবসাদেই ভুগছিলেন সুশান্ত; ওষুধ খাওয়া, কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি, জানালেন ঘনিষ্ট বন্ধু মহেশ শেট্টি

অরুণ পাণ্ডে জানান,“আমার এখনও মনে আছে অনুশীলনের সময় সুশান্ত চোট পায়\ এমনকি তার মেরুদণ্ডে একটি ফাটলও ছিল। তবে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, সুস্থ হয়ে এসে কঠোর পরিশ্রম করেছেন এবং এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। এমনকি মাহি তার কাজের প্রতি উত্সর্গ দেখে মুগ্ধ হয়েছিলেন। সুশান্ত স্ক্রিপ্ট নিয়ে সারা রাত বসে রিহার্সাল করতেন। তিনি নিখুঁতভাবে অভিনয় করতে মরিয়া ছিলেন। তিনি বলতেন যেহেতু তিনি পর্দায় মাহিকে চিত্রিত করার সুযোগ পেয়েছেন তাই তিনি সেরাটা দেবেন। পর্দায় মাহির চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। তবে সুশান্ত তা করে দেখায়। মাহি এবং আমরা সকলেই জানতাম যে চরিত্রটি অভিনয় করার জন্য তিনিই সেরা ব্যক্তি।"