Shah Rukh Khan: শাহরুখের বাড়ি 'উড়িয়ে দেব', হুমকি ফোনে চাঞ্চল্য, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জেরায় দাবি করেছেন তিনি প্রাক্তন সেনা কর্মী। মত্ত অবস্থাতেই তিনি ওই কাজ করেন বলে দাবি করেন জিতেশ ঠাকুর।

Shah Rukh Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ জানুয়ারি:  শাহরুখ খানের (Shah Rukh Khan) মুম্বইয়ের (Mumbai) বাড়ি মন্নত (Mannat)  উড়িয়ে দেবেন। মত্ত অবস্থায় মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এমনই হুমকি দেন মধ্যপ্রদেশের এক ব্যক্তি। যে ফোন পাওয়ার পর জোর কদমে খোঁজ শুরু করা হয়। এরপর ভুয়ো ফোনের অভিযোগে গ্রেফতার করা হয় মধ্যপ্রদেশের সেই ব্যক্তিকে। গ্রেফতারির পর জানা যায়, ধৃতের নাম জিতেশ ঠাকুর। নিয়ম করে মদ্যপান করাই অভিযোগ বছর ৩৫-এর জিতেশের। মত্ত অবস্থায় সম্প্রতি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে মন্নত উড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। এরপর তাঁর মোবাইল নম্বর ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি জেরায় দাবি করেছেন তিনি প্রাক্তন সেনা কর্মী।  মত্ত অবস্থাতেই তিনি ওই কাজ করেন বলে দাবি করেন জিতেশ ঠাকুর।

আরও পড়ুন: Gangasagar Mela: কী কী নিয়ম মানলে তবেই গঙ্গাসাগর মেলায় প্রবেশ করতে পারবেন, জানাল কলকাতা হাইকোর্ট

 

View this post on Instagram

 

প্রসঙ্গত এই প্রথম নয়,এর আগেও একাধিকবার বিভিন্ন ব্যক্তি এভাবে ভুয়ো ফোন করে হুমকি দেন। প্রত্যেকবারই অভিযুক্তদের গ্রেফতার করে, তাঁদের স্বীকোরক্তি রেকর্ড করা হয়।



@endif