Alia Bhatt: প্রকাশ্যে অন্তঃসত্ত্বা আলিয়ার ছবি, নায়িকার উপচে পড়ল গ্ল্যামার
লন্ডনে মণীশ মালহোত্রার সঙ্গে পোজ দিতে দেখা যায় করিনা কাপুর খানকে। করিনার পাশাপাশি মণীশ মালহোত্রার সঙ্গে দেখা যায় গৌরী খান, টুইঙ্কেল খান্নাকেও।
মা হচ্ছেন আলিয়া ভাট। আলিয়ার (Alia Bhatt) মা হওয়ার খবরে বলিউডের তরফে যখন অভিনেত্রীকে ভালবাসা জানানো হচ্ছে, সেই সময় প্রকাশ্যে এল নয়া ছবি। যেখানে মণীশ মালহোত্রা এবং করণ জোহরের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় আলিয়াকে। লন্ডনে মণীশ মালহোত্রা এবং করণ জোহরের সঙ্গে পোজ দেন হবু মা। যে ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
লন্ডনে মণীশ মালহোত্রার সঙ্গে পোজ দিতে দেখা যায় করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। করিনার পাশাপাশি মণীশ মালহোত্রার সঙ্গে দেখা যায় গৌরী খান, টুইঙ্কেল খান্নাকেও। সবকিছু মিলিয়ে লন্ডনে বলিউড তারকাদের ঝলক দেখা যায়।